বছরের শুরু থেকে ভারতের বলিউডি খবরে বড় জায়গা নিয়ে আছে আমির খানের একমাত্র মেয়ে ইরা খানের বিয়ের খবর। ৩ থেকে ১৩ জানুয়ারি মুম্বাই, রাজস্থান মিলিয়ে তিন ভিন্ন ভেন্যুতে মেয়ে ইরা ও জামাতা নূপুর শিখরের বিয়ের অনুষ্ঠান করেছেন আমির। তিনটি অনুষ্ঠানই লোকসমাগম, নাচ-গান এবং নানা আনুষ্ঠানিকতায় ছিল ভরপুর। সর্বশেষ মুম্বাইয়ে ১৩ জানুয়ারিতে ইরার বিবাহোত্তর সংবর্ধনাকে বলিউডি তারকাদের মিলনমেলা হিসেবেই বর্ণনা করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সেই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমির খান, শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতিতে। জয়া বচ্চন ও রেখাকেও এক ছাদের নিচে এনেছেন আমির। এসেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু, আমিরের প্রথম সিনেমার নায়িকা জুহি চাওলা, নব্বইয়ের সাড়া ফেলা মাধুরী দীক্ষিত, সোনালী বেন্দ্রে, অনিল কাপুরসহ নির্মাতা ফারহান খান। এছাড়া সুরকার এ আর রহমান এবং ক্রিকেটার শচীন টেন্ডুলকাররাও আলো ছড়ান ইরার বিয়ের অনুষ্ঠানে। এমনকি আমিরের কঠোর সমালোচনা করা কঙ্গনা রানাউতও বাদ যাননি নিমন্ত্রিতের তালিকায়।
Published : 15 Jan 2024, 12:21 PM