জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএস'র সদস্য জে-হোপের অ্যালবাম 'হোপ অন দ্য স্ট্রিট' এসেছে প্রকাশ্যে। শুক্রবার ইউটিউবে এসেছে অ্যালবামটি। 'বিগহিট মিউজিক' এজেন্সি এই শিল্পীর বরাত দিয়ে বলেছে, জে-হোপ তার সংগীত জীবনে নতুন শুরুর আশা করছেন এই অ্যালবামটির মাধ্যমে। 'হোপ অন দ্য স্ট্রিট'র গানের কথা ও সুর জে-হোপ নিজেই করেছেন। এই শিল্পী বলেছেন, ভালো গান মানুষের মধ্যে নাচের আবহ তৈরি করে। তিনি আশা করছেন, শ্রোতারা কেবল গানটি শুনবেন না, গানের তালে নেচেও উঠবেন। একক ক্যারিয়ারে মনোযোগ দিতে ২০২২ সালের জুন মাস থেকে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন বিটিএসএর সদস্য জাংকুক, জিমিন, সুগা, জিন, জে-হোপ, আরএম এবং ভি। বর্তমানে কনসার্টে অংশ না নিলেও গান চালিয়ে যাচ্ছেন তারা।
Published : 29 Mar 2024, 04:04 PM