Published : 20 Sep 2024, 09:00 PM
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এ সময়ের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শততম পর্ব পার করেছে।
এক ঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে চলতি বছরের ১৮ মে থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিল নাটকটির।
এক বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, গত সোমবার ‘দেনা পাওনা’ নাটকের শততম পর্ব প্রচার হয়েছে।
প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে এই নাটকটি। এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও ‘দেনা পাওনা’ দেখা যাচ্ছে।
নাটকের পরিচালক গোলাম মুক্তাদির বলেন, " প্রেম ও রোমাঞ্চকরা বিভিন্ন ঘটনায় পরিপূর্ণ ধারাবাহিক এই নাটকটিতে দর্শকের জন্য নতুন নতুন চমক যেমন থাকছে, পাশপাশি থাকছে বিভিন্ন বৈচিত্রময় চরিত্র ও পারিবারিক বন্ধনের অনন্য নিদর্শন। যে কারণে সব শ্রেণির দর্শক নাটকটি গ্রহণ করেছে।"
'দেনা পাওনার' গল্পের মূল চরিত্র উচ্চশিক্ষিত দুই তরুণ তরুণী ইরফান ও পারমিতা। প্রেমের সম্পর্কে থাকা ইরফান ও পরমিতা দুজনেই চান তাদের প্রেম পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে তারা।
কিন্তু দুই পরিবারের আর্থসামাজিক দূরত্ব অনেক। এই বিভেদ ইরফান-পারমিতার সামনে বাধা হয়ে দাঁড়ায়। পরিবার, প্রেম, আত্মসম্মান সামাল দিতে গিয়ে অন্য এক লড়াইয়ে নামতে হয় পারমিতাকে।
এতে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিল।
এই নাটকে কয়েকজন নতুন শিল্পীরও অভিষেক হয়েছে। তাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন।
‘দেনা পাওনার’ চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন অলভী সরকার। লাইন প্রডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম।