এক অডিও বার্তায় ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, বর্তমানে তিনি ‘শঙ্কামুক্ত আছেন’।
Published : 01 Oct 2024, 01:22 PM
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ খ্যাত অভিনেতা গোবিন্দ।
এনডিটিভি লিখেছে, মঙ্গলবার সকালে মুম্বাইয়ে বাসায় নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন তিনি। এর কিছুক্ষণ পরেই তাকে হাসপাতালে নেওয়া হয়।
বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে পাঠানো এক অডিও বার্তায় ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, এখন তিনি ‘শঙ্কামুক্ত আছেন’।
অভিনেতার ম্যানেজার শশী সিংহ বলেন, ”গোবিন্দজির কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল। ভোর ৬টায় ফ্লাইট ধরতে তিনি তৈরি হচ্ছিলেন। এ সময় তিনি তার ব্যক্তিগত রিভলভারটি আলমারিতে তুলে রাখতে যান। তখন সেটি উনার হাত থেকে মাটিতে পড়ে যায়, আর গুলি বের হয়ে তার হাঁটুর নিচে গিয়ে লাগে।“
এরপর গোবিন্দ নিজেই তার স্ত্রী সুনীতা আহুজা ও ম্যানেজারকে ফোন করেন। সুনীতা বর্তমানে কলকাতায় আছেন।
শশী জানিয়েছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দকে কাছের ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“চিকিৎসক গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন। এখন তার অবস্থা স্থিতিশীল,” বলেন শশী।
আর গোবিন্দ অডিও বার্তায় বলেন, “আমার ভক্ত, বাবা-মা ও গুরুর আর্শীবাদ আমাকে বাঁচিয়ে দিয়েছে। একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ জানাই আর চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা রইল।“
খবর পেয়ে পুলিশও গোবিন্দর মুম্বাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল সঙ্গে সঙ্গে। লাইসেন্স করা রিভলভারটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।
আশির দশকের মাঝামাঝি সময়ে ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ সিনেমা গোবিন্দকে জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’ এর মত নব্বইয়ের ব্যবসা সফল সিনেমাগুলোতেও গোবিন্দকে পেয়েছে দর্শক।
এক সময়ে এই অভিনেতা কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে শিব সেনা দলে যোগ দেন গোবিন্দ।