হলিউডের আলোচিত সিনেমা ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমাটিও এসেছে ওটিটিতে।
Published : 27 Oct 2024, 12:08 PM
চলতি সপ্তাহে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ক্রাইম ও থ্রিলার গল্পের বেশ কিছু সিনেমা ও সিরিজ। এর মধ্যে বলিউডি অভিনেত্রী কাজল ও কৃতি শ্যাননের ‘দো পাত্তি’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।
হলিউডের আলোচিত সিনেমা ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমাটিও এসেছে ওটিটিতে।
নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার, জিও সিনেমা ও অ্যামাজন প্রাইম ভিডিওর চলতি সপ্তাহের সিনেমা ও সিরিজের খবর তুলে ধরেছে গ্লিটজ।
কৃতি ও কাজলের ‘দো পাত্তি’ নেটফ্লিক্সে
নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডি অভিনেত্রী কৃতি শ্যাননের প্রোডাকশন হাউস থেকে নির্মিত প্রথম সিনেমা ‘দো পাত্তি’। যেখানে সৌম্যা সুদ ও শৈলী সুদ দুই যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন কৃতি। গল্পে দেখা যাবে যমজ এই বোনদের ঘিরে এক রহস্যময় কেসে জড়িয়ে পড়েছেন পুলিশ কর্মকর্তা কাজল। শশাঙ্ক চতুর্বেদী পরিচালিত এই সিনেমায় আরও রয়েছেন শায়ের শেখ, তনভী আজমি, ব্রিজেন্দ্র কালা, বিবেক মুশরান এবং প্রচী শাহ পান্ডা।
কপিল শর্মার সিনেমা 'জিগাটো'
নন্দিতা দাসের পরিচালনায় ‘জিগাটো’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছরের ১৭ মার্চ। এবার সিনেমাটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এই সিনেমায় দেখা গিয়েছে ফ্যাক্টরি ফ্লোর ম্যানেজারের চাকরি হারিয়ে দিশাহারা মানস। বাধ্য হয়ে ফুড ডেলিভারির কাজ শুরু করেন তিনি। তার স্ত্রীও বিভিন্ন কাজ করে আয় রোজগার করেন। এই দম্পতির জীবনের নতুন সংগ্রাম ঘিরেই এই সিনেমা। অভিনয় করেছেন কপিল শর্মা, শাহানা গোস্বামী, সায়নী গুপ্তসহ অনেকে।
ওটিটিতে ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’
‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে রাজত্ব করে এবার এসেছে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন জর্জ মিলার। জর্জ নিকো লাথৌরিসের সাথে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি। অভিনয় করেছেন আনিয়া টেইলর-জয়, ক্রিস হেমসওয়ার্থ, টম বার্ক, ল্যাচি হুলম, জন হাওয়ার্ড, নাথান জোনস, অ্যাঙ্গাস স্যাম্পসন এবং আরও অনেকে।
ডিজনি প্লাস হটস্টারে 'দ্য লিজেন্ড অফ হনুমান'
অ্যানিমেশন সিরিজ ‘হনুমান’র পঞ্চম সিজন 'দ্য লিজেন্ড অব হনুমান'। শুক্রবার থেকে ডিজনি প্লাস হটস্টারে চলছে সিনেমাটি। অ্যানিমেশন সিরিজে রামের প্রতি হনুমানের অটল ভক্তি তুলে ধরা হয়েছে। এছাড়ায় রাবণের বাহিনীর বিরুদ্ধে হনুমানের বীরত্ব এবং ভয়ঙ্কর যুদ্ধও দেখিয়েছে সিরিজটি। 'দ্য লিজেন্ড অব হনুমান' পরিচালনা করেছেন জীবন জে কাং ও নাভিন জন।