কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে নাজেহাল সুহানা
Published : 16 Dec 2023, 09:13 AM
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি তার মেয়ে সুহানা খান। আর এ জন্য সুহানাকে কটাক্ষ করতে ছাড়েননি শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন।
সংবাদ প্রতিদিন লিখেছে, কয়েকদিন আগে কৌন বনেগা ক্রোড়পতিতে সদলবলে গিয়েছিল 'দ্য আর্চিস' টিম। ওটিটিতে যে সিনেমা দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে শাহরুখ কন্যার। নির্মাতা যোইয়া আখতারের এই সিনেমায় কেবল সুহানা নয়, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং প্রয়াত নায়িকা শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের মেয়েরও বলিউডে যাত্রা শুরু হয়েছে।
কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ জানতে চান, শাহরুখ তাকে কী কী শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন?
উত্তরে সুহানা বলেন, "বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমানে যেন সহজ সহজ প্রশ্ন করেন।"
সুহানার কাছে অমিতাভ জানতে চেয়েছিলেন, পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, লিটয়েল দো এবং ভলপি কাপ-এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।
সুহানার চটজলদি উত্তর ছিল 'পদ্মশ্রী'। যদিও ২০০৫ সালে শাহরুখকে 'পদ্মশ্রী' দেয় ভারত সরকার।
সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, "এটা তুমি কী করে ভুল বলতে পারলে!"
রসিকতার সুরে কটাক্ষ করে বিগ বি সুহানাকে বলেন, "দেখ মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না পেয়েছে! তোমার বাবার কথা মত এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।”
এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো 'ভলপি কাপ'।