সিনেমার শুটিং চলেছে তিনমাস ধরে।
Published : 04 Mar 2025, 04:10 PM
আসছে ঈদে মুক্তির প্রস্তুতিতে আছে আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় সিনেমা ‘দাগি’।
প্রায় তিনমাস ধরে দৃশ্যধারণের কাজ চলার পর গেল সপ্তাহে বন্ধ হয়েছে শুটিংয়ের লাইট-ক্যামেরা।
শিহাব শাহীনের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট।
এক বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকাসহ সৈয়দপুর, রাজশাহী, গাজীপুরের বিভিন্ন এলাকায় ‘দাগির’ শুটিং হয়েছে।
‘দাগি’ গল্প নির্ভরত কাজ হওয়ায়, বড় বাজেটের সিনেমার ভিড়ে এই চলচ্চিত্রটি নিয়ে চিন্তিত নয় প্রযোজনা প্রতিষ্ঠান।
আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেছেন, ‘দাগি' সিনেমায় শিহাব শাহীন একটি চমৎকার গল্প তুলে ধরেছেন।
“সিনেমার কেন্দ্রীয় চরিত্রে যেহেতু আফরান নিশো আছেন, তাই প্রযোজক হিসেবে আমার চিন্তিত হওয়ার কিছু নেই। পুরো টিম এই সিনেমার জন্য তাদের সেরাটা দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে।"
'দাগি' সিনেমার খবর দিলেন নিশো, নায়িকা দুইজন
নিশোর সিনেমা বানাচ্ছেন শিহাব শাহীন
ঈদে মুক্তি পেতে চলা অন্যান্য সিনেমার জন্যে শুভকামনা জানিয়ে এই প্রযোজক বলেছেন, তার পর্যবেক্ষণ হল বাংলাদেশের মানুষ গল্পনির্ভর সিনেমা দেখতে চায় এবং 'দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ’।
সিনেমার শুটিং শেষ করে পরিচালক শিহাব শাহীন গেল মাসে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ফেইসবুকে। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, "ইটস র্যাপ আপ’। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।"
জোড়া সিনেমা নিয়ে ফিরছেন নিশো
ভিডিওতে দেখা গেছে, শুটিং শেষ হওয়ায় নির্মাতা এবং কলাকুশলীরা উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘জয়ের’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র্যাপ আপ’!
এরপর নিশো মজা করে বলেন, "সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!"
'দাগি' সিনেমায় আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপুসহ অনেকে।
গত দেড় দশকে নিশো টেলিভিশন ও ইউটিউবের নাটকে পরিচিত মুখ হলেও বড় পর্দায় তার যাত্রা শুরু ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে।
প্রায় দুই বছরের বিরতি দিয়ে 'দাগি' সিনেমা নিয়ে ফিরছেন এই অভিনেতা।
এর আগে ‘দাগি’ নিয়ে এই অভিনেতা বলেছিলেন তিনি চাইছেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটি চরিত্র হয়ে ধরা দেবে।
“সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।"