“ক্যামেরন আমাকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন শুটিং হবে ৪১০ দিন ধরে।”
Published : 15 Mar 2025, 09:33 AM
স্ত্রীর সঙ্গে ‘বনিবনা না হওয়া নিয়ে’ কিছুদিন ধরে আলোচনায় থাকা ভারতের হিন্দি সিনেমার অভিনেতা গোবিন্দ খবরের শিরোনাম হয়েছেন তার নতুন একটি ভাষ্যের জন্য।
গোবিন্দ দাবি করেছেন টাইটানিকখ্যাত হালিউড নির্মাতা জেমস ক্যামেরনের অস্কার জয়ী ‘অ্যাভাটারে’ অভিনয় করার জন্য তিনি প্রস্তাব পেয়েছিলেন। কেবল মুখে ও শরীরের রং মাখার আপত্তিতে তিনি সিনেমা করার প্রস্তাব ফিরিয়ে দেন।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ বিশ্বজুড়ে সাড়া তোলে। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় সিনেমাটি।
এনডিটিভি লিখেছে, মুকেশ খান্নার ইউটিউব চ্যাট শোতে অতিথি হয়ে গোবিন্দ বলেন, “ক্যামেরন আমাকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক দিতে চেয়েছিলেন এবং বলেছিলেন শুটিং হবে ৪১০ দিন ধরে। আমি চরিত্রের বর্ণনা শুনে বলেছিলাম, যদি আমাকে গায়ে মুখে রং মাখতে হয়, তাহলে আমার ঠিকানা হবে হাসপাতাল। তাই সিনেমাটা আমার করা হয়নি।”
অভিনেতার ভাষ্য, “বলেছিলাম যে শরীরটাই তো আমাদের পুঁজি, তাই এ প্রস্তাবে রাজি হতে পারছি না”
ক্যামেরনের সঙ্গে যোগাযোগ হল কী করে প্রশ্নে গোবিন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের এক পাঞ্জাবি ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় ছিল। ওই ব্যবসায়ী তাকে ক্যামেরনের সঙ্গে আলাপ করিয়ে দেন।
“সেই আলাপ পরিচয়ের পর পর ক্যামেরন আমাকে অ্যাভাটারের জন্য প্রস্তাব দেন। তার পর আমরা একদিন ডিনারে বসে কথাবার্তা বলি।”
অ্যাভাটারে দেখানো হয়েছে ২১৫৪ সালের মহাবিশ্বকে। যেখানে একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরা গ্রহবাসীর মধ্যে এক অসম কিন্তু দুঃসাহসিক যুদ্ধ তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আরডিএ আনঅবটেনিয়াম নামক একটি মূল্যবান খনিজের খোঁজে প্যানডোরা নামক পৃথিবীর মত এক গ্রহে গিয়ে মানুষ হাজির হয়, যার আবহাওয়া মানুষের নিঃশ্বাস উপযোগী নয়।
এই গ্রহের অধিবাসীদের বলা হয় নাভি। নাভিরা তাদের গ্রহে খুব আনন্দেই বসবাস করছিল। সেই আনন্দে ব্যাঘাত ঘটায় পৃথিবীর মানুষ। পৃথিবীর বিজ্ঞানীরা নাভিদের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানতে নাভিদের মতো দেখতে কিছু দেহ তৈরি করে, যা যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। নাভিদের সঙ্গে মানুষের সংঘাত ও অস্তিত্বের দ্বন্দ্ব এক আবেগী পরিবেশ সৃষ্টি করে।
অ্যাভাটারের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেল রড্রিগুয়েজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি, সিগুর্নি উইভারসহ আরো অনেকে।