কল্পবিজ্ঞানভিত্তিক এই সিনেমায় শুটিংয়ের সময়ে প্রস্থেটিক তৈরি করতে ৫ ঘণ্টার মত সময় লাগত।
Published : 30 May 2024, 01:01 PM
‘বুমেরাং’ সিনেমায় দ্বৈত চরিত্রে পর্দায় আসছেন কলকাতার অভিনেত্রী রুক্মিণী মৈত্র। একটি লুকে তার লম্বা চুল, আরেকটিতে দৃষ্টি আটকাবে তার চকচকে মুণ্ডিত মস্তকের দিকে। সেই ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেত্রী।
আনন্দবাজার লিখেছে, কল্পবিজ্ঞানভিত্তিক এই সিনেমায় শুটিংয়ের সময়ে প্রস্থেটিক তৈরি করতে ৫ ঘণ্টার মত সময় লাগত। এর নেপথ্যে ছিলেন রূপটান শিল্পী বীথিকা বেনিয়া।
‘বুমেরাং’ সিনেমায় রুক্মিণীর নায়ক কলকাতার অভিনেতা জিতেন্দ্র মদনানী, যিনি পরিচিত জিৎ নামে। এই সিনেমার ট্রেইলারও এসেছে কদিন আগে। আর সোশাল মিডিয়ায় ন্যাড়া মাথার একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নায়িকা।
এই লুকের প্রতিক্রিয়া কেমন? রুক্মিণী বললেন, “খুব ভালো। অনেকেই প্রশংসা করেছেন। এমনকি, মুম্বাইয়েও আমার লুক নিয়ে আলোচনা হয়েছে। আসলে এই প্রথম আমার কোনো লুক নিয়ে এতটা চর্চা হল।”
ন্যাড়া মাথার লুক নিয়ে সিনেমার নায়ক জিতের কাছ থেকেও প্রশংসা মিলেছে বলে জানান অভিনেত্রী।
তিনি বলেন, “আমার ছবিটা তুলে পাঠিয়েছিলাম। ও লিখে পাঠিয়েছে ‘মাথার চুল ছাড়াও যে তোমাকে এতটা ভালো দেখতে হতে পারে, এর আগে আমার কোনও ধারণা ছিল না’।”
এই চেহারা নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা-কটাক্ষও চলছে বলে জানান রুক্মিণী। তবে তার ভাষ্য হল, ওসবে পাত্তা দিতে গেলে তিনি এক সময়ে মানুষ থেকে রোবট হয়ে যাবেন।
“মানুষের কথা মাথায় নিলে চলে নাকি! হলিউডে তো নানারকম লুকে অনেক অভিনেত্রীকেই দেখা গেছে। আসলে ন্যাড়া হয়েও যে গ্ল্যামারাস হওয়া সম্ভব, আমার মনে হয়, লুকটা সে কথাই প্রমাণ করে।
“মানুষ ভালো বলবেন, না কি খারাপ বলবেন, আমি সেসব নিয়ে কিছুই ভাবিনি। আমার কাজটা করে ভালো লাগছে কি না, সেটাই বেশি করে মাথায় কাজ করছিল।”
সিনেমায় ন্যাড়া মাথার চরিত্রটি হল একটি রোবটের। রুক্মিণী বলেন, “রোবটের চরিত্রের রূপটানের জন্য দুই ঘণ্টা সময় লাগত। তার পর ন্যাড়া লুকের জন্য প্রস্থেটিক তৈরিতে আরও ৩ ঘণ্টা। ৫ ঘণ্টা চেয়ারে বসে থাকাটা কঠিন ছিল। তবে সব কৃতিত্ব রূপটান শিল্পী বীথিকা বেনিয়ার।”
সৌভিক কুণ্ডু পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী মাসে।