‘ভুল ভুলাইয়া ৩’ ঢাকার প্রেক্ষাগৃহে আসবে আগামী ১ নভেম্বর।
Published : 24 Oct 2024, 11:33 AM
বলিউডের আলোচিত সিনেমা বিদ্যা বালানের ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তি পাচ্ছে ঢাকায়; এর বদলে বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ যাচ্ছে ভারতে।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’ সাফটা চুক্তির আওয়তায় ‘ভুল ভুলাইয়া ৩’ দেশে আমদানি করছে।
আগামী ১ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে বসে দেখতে পারবেন দেশের দর্শকরা।
‘দি অভি কথাচিত্রের’ কর্ণধার জাহিদ হাসান অভি গ্লিটজকে বলেন, “বাংলাদেশের সিনেমার অবস্থা এখন যেহেতু খুব একটা ভালো না, নতুন বড় সিনেমাও মুক্তি পাচ্ছে না তাই ‘ভুল ভুলাইয়া ৩’আমদানির সিদ্ধান্ত নিয়েছি।“
সিনেমাটি বাংলাদেশের হলে দেখাতে তথ্য মন্ত্রণালয়ে অনুমোদনের আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন অভি।
“এখন যাবতীয় প্রক্রিয়া প্রসেসিং চলছে। আশা করছি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে যাব।"
‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হল ‘ভুল ভুলাইয়া ৩’। আনিস বাজমি পরিচালিত এই সিনেমাটি ভৌতিক ও কমেডি ঘরানার সিনেমা।
সিনেমায় আলোচিত চরিত্র মঞ্জুলিকা রূপে ফিরে এসেছেন হিন্দি সিনেমার অভিনেত্রী বিদ্যা বালান। এবং ফের ‘রুহ বাবা’ হয়ে ধরা দিয়েছেন কার্তিক আরিয়ান, সঙ্গে আছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং ক্যামিও চরিত্রে মাধুরী দীক্ষিত।
এদিকে, ২০২১ সালে মুক্তি পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’।
এতে অভিনয় করেছেন মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, আবু হুরায়রা তানবীর, আবুল হায়াত, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।
শুক্রবার থেকে ‘স্ত্রী ২’
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সময়ের সবচাইতে ব্যবসাসফল হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’।
অভি বলেন, " একইসঙ্গে সাফটা চুক্তির মাধ্যমে আমরা ‘স্ত্রী ২’ সিনেমাটিও মুক্তি দিচ্ছি। সার্টিফিকশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। ভারতের দুটি সিনেমাই এক সঙ্গে বাংলাদেশে চলবে।"
‘স্ত্রী’ ২ চলবে দেশের ২৫ টি প্রেক্ষাগৃহে।
স্ত্রী ২-তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং লিখেছেন নীরেন ভাট।
হরর-কমেডি ঘরানার এই সিনেমা ভারতে মুক্তি পায় গত ১৫ অগাস্ট। অমর কৌশিক পরিচালিত সিনেমাটি ভারতের বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে।
এ সিনেমার বদলে বাংলাদেশ থেকে যে চলচ্চিত্রটি ভারতে যাচ্ছে, সেই ‘প্রহেলিকা’ মুক্তি পেয়েছিল গত বছর। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী।
দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফেরেন মাহফুজ আহমেদ। সিনেমাটি মুক্তির পর দেশ এবং দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছিল।
‘প্রহেলিকা’তে আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ আরো অনেকে। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।