গতমাসে মুম্বাইয়ে নিজের দুটি ফ্ল্যাট বলিউডের এক পরিচালকের কাছে বিক্রি করেছেন অভিনেত্রী।
Published : 19 Nov 2023, 10:32 AM
বেশ কয়েক বছর আগেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন; বিয়ে করে এখন আমেরিকায় থিতু অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাইয়ের বিষয় আশয়ও এখন বিক্রি করে দিচ্ছেন একে একে।
সে কারণে প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার পাকাপাকিভাবে ভারত ছাড়তে চলেছেন অভিনেত্রী?
চলতি বছর ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, বলিউডে কোণঠাসা হওয়ায় হলিউডে যেতে হয়েছিল তাকে। সম্প্রতি ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ থেকেও সরে দাঁড়ান নায়িকা।
মুখ খুললেন প্রিয়াঙ্কা, জানালেন বলিউড ছাড়ার কারণ
এদিকে গতমাসে মুম্বাইয়ের অন্ধেরিতে লোখন্ডওয়ালা এলাকায় নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন প্রিয়াঙ্কা। পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকর অভিষেক চৌবেকের কাছে তিনি ফ্ল্যাট দুটি বিক্রি করেছেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
একটি ফ্ল্যাট তিনি বিক্রি করেছেন প্রায় ২.২৩ কোটি রুপিতে, অন্যটি ৩.৭৫ কোটিতে। এর আগে এপ্রিল মাসে লোখান্ডওয়ালার একটি ফ্ল্যাট ৭ কোটি রুপিতে বিক্রি করেন প্রিয়াঙ্কা।
সর্বশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নামের এক হিন্দি সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী। হঠাৎ কেন ‘জি লে জারা’ থেকে সরে দাঁড়ালেন?
এই প্রশ্নের জবাবে নির্মাতা ফারহান আখতার এক সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে হলিউডের ধর্মঘটে যা ঘটল, তাতে প্রিয়াঙ্কার অ্যাপয়েন্টমেন্টগুলো সব এলোমেলো করে দিয়েছে।
“সব মিলিয়ে একটা গোলমালের মধ্যে ফেলেছে। আমি বিশ্বাস করতে শুরু করেছি, সিনেমার নিজস্ব একটা ভাগ্য আছে। তাই যখন হবে, তখন দেখা যাবে।”
শিগগিরি হলিউডের ‘হেড অফ স্টেট’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁ খুলেছেন তিনি।