প্রতিদিন দুপুর ১টা ও রাত ৯টায় ম্যাকগাইভার চলছে আইস্ক্রিনের লাইভ টিভি চ্যানেল এসআরকে টিভিতে।
Published : 09 Apr 2025, 12:52 PM
পেশায় গুপ্তচর, তবে আগ্নেয়াস্ত্র ব্যবহারে তার অনীহা। কোনো অভিযানে বিপদে পড়লে যিনি হাতের কাছে পাওয়া যায় এমন যে কোনো কিছু দিয়ে জটিল কোনো যন্ত্র তৈরি করে ফেলতে পারেন। তাই সহিংসতার পথ বেছে না নিয়ে বিজ্ঞানের সহায়তায় তিনি সব সমস্যার সমাধান করে ফেলেন; তিনি ম্যাকগাইভার।
যুক্তরাষ্ট্রের আশির দশকের একটি টেলিভিশন সিরিয়ালে। বাংলা ভাষায় রুপান্তর করে এই সিরিয়াল নব্বই দশকে বিটিভিতে প্রচারের পর এর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল।
রিচার্ড ডিন অ্যান্ডারসন অভিনীত সেই ম্যাকগাইভার বাংলাদেশের দর্শকদের জন্য ফিরেছে নতুন করে। তবে এবার বিটিভিতে নয়, ম্যাকগাইভারের বাংলা ডাবিং নিয়ে এসেছে এসআরকে স্টুডিও।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচার হচ্ছে ম্যাকগাইভার।চলতি সপ্তাহ থেকে দেখা যাচ্ছে সিরিজটি।
আইস্ক্রিন জানিয়েছে, প্রতিদিন দুপুর ১টা ও রাত ৯টায় ম্যাকগাইভার দেখা যাচ্ছে আইস্ক্রিনের লাইভ টিভি চ্যানেল এসআরকে টিভিতে।
ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল।
সজল ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে কণ্ঠ দিয়েছেন আবুল হায়াত, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়া, আইশা খান, সৌম্য জ্যোতি, সামিউল আলম জীবন, কামরুল হাসান, রোজী সিদ্দিকি, শানারেই দেবী শানু, মেহজাবীন রিনথীসহ অনেকে।
যুক্তরাষ্ট্রে ম্যাকগাইভার প্রচার হয় ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১৯৯২ সালের ২১ মে পর্যন্ত, এবিসি নেটওয়ার্কে। নব্বইয়ে আসে বিটিভিতে।
জনপ্রিয়তার কারণে বিটিভি ২০১০ সালে ম্যাকগাইভার ফের প্রচার করেছিল।
সাবেক সিক্রেট এজেন্ট ম্যাকগাইভারের প্রতিটি পর্বের আলাদা নাম ও আলাদা গল্প থাকত। প্রতি পর্বে থাকত তার নতুন নতুন বান্ধবীও। ম্যাকগাইভারের অধিকাংশ কৌশল থাকত বিজ্ঞানের বিভিন্ন সূত্রের ভিত্তিতে, কখনো রসায়নের, কখনো পদার্থবিদ্যার।