শিল্পকলা থেকে চলচ্চিত্র বাদ নয় বরং চলচ্চিত্রকে পৃথক এক বিভাগ করার জন্য দাবি জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
Published : 24 Nov 2024, 05:45 PM
শিল্পকলা একাডেমির আইন সংশোধনের জন্য যে খসড়া প্রকাশ করা হয়েছে, সেখানে চলচ্চিত্রকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রকর্মীরা।
তারা শিল্পকলায় আলাদা চলচ্চিত্র বিভাগ করার দাবি জানিয়েছেন।
রোববার চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭৫ জনের এক বিবৃতিতে বলা হয়, “‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’ এর সংশোধিত খসড়ায় বাদ দেওয়া হয়েছে চলচ্চিত্র বিভাগকে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শিল্পকলা থেকে চলচ্চিত্র বাদ নয় বরং চলচ্চিত্রকে পৃথক এক বিভাগ করার জন্য দাবি জানাচ্ছি।”
বিবৃতিতে শিল্পকলায় চলচ্চিত্র বিভাগ কেন থাকা প্রয়োজন সেসব কারণও তুলে ধরেছেন তারা।
বিবৃতিতে যারা সই করেছেন তাদের মধ্যে আছেন নির্মাতা ও প্রযোজক তাসমিয়াহ আফরিন মৌ, নূরুল আলম আতিক, আবু সাইয়ীদ, এন রাশেদ চৌধুরী, আকরাম খান, শবনম ফেরদৌসী, টোকন ঠাকুর, নোমান রবিন, ওয়াহিদ তারেক, প্রসূন রহমান, খিজির হায়াত খান প্রমুখ।
এছাড়াও অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, টেকনিশিয়ান, সমালোচক, গবেষক, চলচ্চিত্রকর্মী, সংগঠক, আলোকচিত্রীও রয়েছেন।
এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা আকরাম খান গ্লিটজকে বলেন, “শিল্পকলা একাডেমিতে বহু বছর ধরেই চলিচ্চত্রের শিল্পকলার দিকটি চর্চিত হয়ে আসেছ। অভিনয়, ডিরেকশন, চলচ্চিত্রবিষয়ক ওয়ার্কশপ, ফিল্ম ফেস্টিভ্যাল, পাঠচক্র সবই যুক্ত আছে। এখান থেকে যদি চলচ্চিত্র বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শিল্পের চর্চা হবে কী করে?”
আকরাম খান আরও বলেন, “বাংলাদেশকে চলচ্চিত্রবান্ধব করতে সরকার স্বাধীন ফিল্ম কমিশন গঠন করছে। আমরা যারা এর রূপরেখা তৈরিতে কাজ করছি সেখানে সব জায়গাতেই শিল্পকলাকে কীভাবে চলচ্চিত্রের বিকাশের ক্ষেত্রে কাজে লাগানো যায়, প্রক্রিয়াশীল করা যায় সেসব চেষ্টা চলছে।
“শিল্পকলায় যদি চলচ্চিত্র বিভাগই না থাকে তাহলে এসব বৃথা। তাই আমাদের চাওয়া শিল্পকলায় চলচ্চিত্রর আলাদা বিভাগ থাকতে হবে। শুধু আলাদা বিভাগই নয়, খুবই সক্রিয় বিভাগ হিসেবে থাকতে হবে।”
‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’ সংশোধন করার উদ্যোগ হিসেবে গত ৩১ অক্টোবর এর খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের জন্য অ্যাকাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংশোধিত খসড়া থেকে বাদ দেয়া হয়েছে চলচ্চিত্র বিভাগকে।
আরও পড়ুন: