বলিউডের ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি জুটির প্রথম সিনেমা 'ব্যাড নিউজ' এসেছে ওটিটির পর্দায়।
Published : 15 Sep 2024, 12:59 PM
এক বছর আগে মুক্তি পাওয়া অভিনেত্রী শবনম বুবলীর 'ক্যাসিনো' সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। বলিউডের ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি জুটির প্রথম সিনেমা 'ব্যাড নিউজ'ও এসেছে ওটিটির পর্দায়।
এছাড়া ভারতীয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি অভিনীত সিরিয়াল কিলারের গল্পের সিনেমা 'সেক্টর থার্টি সিক্স'সহ চলতি সপ্তাহে ওটিটির পর্দায় যা যা দেখা যাবে তা এক নজরে দেখে আসা যাক।
নিরব-বুবলীর 'ক্যাসিনো' এবার বঙ্গতে
পরিচালক সৈকত নাসিরের 'ক্যাসিনো' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের জুন মাসে। এক বছরের বেশি সময় পর সিনেমাটি ওটিটিতে এসেছে।
অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের গল্প নিয়ে তৈরি হওয়া ক্রাইম থ্রিলার ঘরানার ‘ক্যাসিনো’ শুক্রবার থেকে দেখা যাচ্ছে বঙ্গতে।
এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও নিরব হোসেন। আরো আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি।
ভিকি-তৃপ্তির ‘ব্যাড নিউজ'
ভারতের পরিচালক আনন্দ তিওয়ারি পরিচালিত হিন্দি সিনেমা ‘ব্যাড নিউজ' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৯ জুলাই। এ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের দুই অভিনয় শিল্পী ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি।
অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটি এসেছে শুক্রবার। এই সিনেমায় আরো অভিনয় করেছেন নেহা ধুপিয়া।
গল্পে দেখা যাবে এক নারীর যমজ সন্তান হয়েছে, কিন্তু সন্তানদের বাবা দুজন। রোমান্টিক ও কমেডি নির্ভর এই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া তুলেছিল।
আমারিকান সিরিজ 'এমিলি ইন প্যারিস, সিজন ফোর পার্ট টু'
আমেরিকান রোমান্টিক কমেডি সিরিজ 'এমিলি ইন প্যারিস, সিজন ফোর পার্ট টু' ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।
ড্যারেন স্টার পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন লিলি কলিন্স, অ্যাশলে পার্ক, লুকাস ব্রাভো, স্যামুয়েল আর্নল্ড, ব্রুনো গৌরিসহ আরো অনেকে।
নেটফ্লিক্সের জনপ্রিয় এই সিরিজে দেখা গেছে লিলি কলিন্স তার স্বপ্নের চাকরিতে যোগ দিতে প্যারিসে চলে যান। সেখানে লিলির নতুন জীবন এবং সেই সঙ্গে নতুন প্রেম ও বন্ধুবান্ধবদের সঙ্গে তার সম্পর্কের নানা গল্প নিয়ে সিরিজের কাহিনী এগিয়েছে।
দিল্লির এক ঘটনার সিনেমা 'বার্লিন'
১৯৯০ সালের ভারতের দিল্লির এক সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা 'বার্লিন'। শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাচ্ছে এই সিনেমাটি।
এতে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, ইশাক সিং, রাহুল বোস, কবির বেদি।
অতুল সবরওয়াল পরিচালিত এই সিনেমায় দেখা যাবে রাজনৈতিকভাবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বিদেশি গুপ্তচরের দেওয়া তথ্যে। কিন্তু সেই ব্যক্তি মূক ও বধির। মামলার তদন্তে সামনে আসে একের পর এক চমকে দেওয়া ঘটনা।
সিরিয়াল কিলারের গল্প নিয়ে 'সেক্টর থার্টি সিক্স'
শুক্রবার নেটফ্লিক্সে এসেছে হিন্দি সিনেমা 'সেক্টর থার্টি সিক্স'। এক সিরিয়াল কিলারকে নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, দীপক ডোবরিয়াল, আকাশ খুরানা, দর্শন জারিওয়ালা, ইপশিতা চক্রবর্তী সিং।
আদিত্য নিম্বালকর পরিচালনায় একটি সত্যি ঘটনার আদলে তৈরি এই সিনেমায় দেখা যাবে একের পর এক খুন হচ্ছে শহরে এবং প্রতিটি খুনের শেষে খুনি রেখে যাচ্ছে পরবর্তী খুনের ইঙ্গিত। তবুও ধরা যাচ্ছে না খুনিকে।
ধারাবাহিক খুন এবং খুনের কিনারা করতে পুলিশের নাজেহালের গল্প নিয়ে তৈরি হয়েছে 'সেক্টর থার্টি সিক্স'।