“শাহরুখ সিনেমার মান বাড়ানোর জন্য কোনো বুদ্ধি পরামর্শ দিতে কখনো পিছপা হন না।”
Published : 15 Jan 2025, 10:08 PM
সিনেমার মান ‘অসাধারণ’ করে তোলার দায়িত্ব মূলত পরিচালকের কাঁধে থাকলেও বলিউডি অভিনেতা শাহরুখ খান সেই দায় অনেকটা নিজে থেকে নিয়ে নেন বলে মন্তব্য করেছেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এক সাক্ষাৎকারে ‘লুটেরা নির্মাতা’ হিসেবে খ্যাত এই পরিচালক ‘বলিউড বাদশা’র সঙ্গে তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
মোতওয়ানি 'হাম দিল দে চুকে সনম' ও 'দেবদাস' সিনেমায় সঞ্জয় লীলা বনসালির সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন।
মোতওয়ানির ভাষ্য, শাহরুখ খানের মাথা সারাক্ষণই কাজ করে যায়। এই তারকাভিনেতাকে 'অসাধারণ' মানুষ আখ্যা দিয়ে একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন বিক্রমাদিত্য।
তিনি বলেন, “আমি শাহরুখের একটি ঘটনা বলব। আমরা দেবদাস সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে নিয়ে কাজ করছিলাম, যেখানে শাহরুখের মারা যাচ্ছেন আর ঐশ্বরিয়া তার দিকে ছুটে আসছেন। শাহরুখ একটি গাছের নিচে শুয়ে ছিলেন।”
“হঠাৎই তিনি একজন সহকারীকে জিজ্ঞেস করেন তাকে কেউ একটু ‘মধু’ দিতে পারবেন কী না। আমরা তখনও বিষয়টি নিয়ে কিছুই জানি না। তারপর তাকে মধু এনে দেওয়া হল। তিনি সেখান থেকে একটু মধু নিয়ে তার মুখে মাখান। যাতে যাতে তার মুখের ওপর এসে মাছি বসে, মৃত্যুপথযাত্রী অনেক মানুষের মুখে যেভাবে মাছি বসে। পুরো বুদ্ধিটাই তার ছিল।”
শাহরুখ সিনেমার মান বাড়ানোর জন্য কোনো বুদ্ধি পরামর্শ দিতে কখনো পিছপা হন না বলেও জানিয়েছেন তিনি।
“তিনি খুব ছোট ছোট বিষয়গুলো করেন যা চলচ্চিত্রে বড় পার্থক্য গড়ে দেয়।“
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের ওপর নির্মিত ২০০২ সালে সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন শাহরুখ।
সেই মেগাবাজেটের সিনেমা এখনো আলোচিত। সিনেমায় পার্বতীর চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রমুখী হয়েছিলেন মাধুরী দীক্ষিত।