মোশাররফের ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণে।
Published : 10 Nov 2024, 04:06 PM
মোশাররফ করিম অভিনীত গা ছমছম করা গল্পের সিরিজ 'খাসির পায়া' এসেছে ওটিটিতে। এসেছে অন্তঃসত্ত্বা স্ত্রী পরীমনিকে নিয়ে এক সময়ের গ্যাংস্টার মোস্তাফিজ নুর ইমরানের প্রাণ বাঁচানোর প্রাণপণ চেষ্টা তুলে ধরা সিরিজ ‘রঙিলা কিতাব’।
এছাড়া জনপ্রিয় 'সিটাডেল' ফ্র্যাঞ্চাইজির ভারতীয় স্পিন-অব ওয়েব সিরিজটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। চলতি সপ্তাহের ওটিটির সিরিজ-সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
মোশাররফের ভৌতিক সিরিজ 'খাসির পায়া'
মোশাররফ করিম অভিনীত ভৌতিক গল্পের সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’র দ্বিতীয় পর্ব 'খাসির পায়া' চরকিতে এসে গেছে। এই সিরিজটি নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণে। শরীফুল হাসানের ছোট গল্প ’খাসির পায়া’ অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি; যা পরিচালনা করেছেন কাজী আসাদ। সিরিজে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।
ইমরান-পরীমনি পালিয়ে বাঁচবে তো!
অনম বিশ্বাস পরিচালিত সাত পর্বের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ দেখাচ্ছে হইচই। কিঙ্কর আহ্সানের উপন্যাস 'রঙিলা কিতাব'র ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। সিরিজে গল্প বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে। বাবা হতে যাচ্ছেন জানার পর যে গ্যাংস্টার অপরাধ জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছুদিন পর তিনি জড়িয়ে পড়েন এলাকার এমপি হত্যাকাণ্ডের ঘটনায়। শুরু হয় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তার পলাতক জীবন। গ্যাংস্টারের স্ত্রী সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। গ্যাংস্টার প্রদীপের চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। আরও অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ কয়েকজন।
‘সিটাডেল: হানি বানি’
ইংরেজি 'সিটাডেল' ফ্র্যাঞ্চাইজির ভারতীয় স্পিন-অব ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। বৃহস্পতিবার থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছয় পর্বের এই সিরিজটি। পরিচালনা করেছেন রাজ ও ডিকে। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান (বানী ) ও সামান্থা রুথ প্রভু (হানি)। ‘অ্যাকশন’ নির্ভর এই সিরিজের গল্প দুই গুপ্তচর সংস্থার রেষারেষির উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। যেখানে বানী এক সময়ের স্টান্টম্যান এবং হানি একজন সংগ্রামী অভিনেত্রী।
নেটফ্লিক্সে 'দ্য বাকিংহাম মার্ডারস'
হনসল মেহতা পরিচালিত 'দ্য বাকিংহাম মার্ডারস' ক্রাইম থ্রিলার এই সিনেমাটি ব্রিটিশ-ভারতীয় গোয়েন্দা সার্জেন্ট জসমিত 'জস' ভামরাকে ঘিরে নির্মিত হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। যিনি তার ছেলের মৃত্যুতে শোকাহত। কারিনা ছাড়াও এতে অভিনয় করেছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। শুক্রবার থেকে নেটফ্লিক্সে চলছে সিনেমাটি।