Published : 31 Jan 2023, 05:28 PM
কয়েকদিন আগে ভক্তের মোবাইলে সেলফি তুলে সেটি ছুড়ে ফেলে দিয়ে ভালোই আলোচিত হন বলিউডের নায়ক রণবীর কাপুর। ‘শান্ত’ স্বভাবের রণবীর কেন মেজাজ হারিয়েছিলেন, তা নিয়ে চলে তুমুল আলোচনা। এ নায়ক তখন মুখ না খুললেও এবার কারণ জানালো মোবাইল ফোন কোম্পানি ‘অপো’।
ইনডিয়া টুডে জানিয়েছে, স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি অপো তাদের নতুন মডেলের ফোন ‘অপো রেনো এইটটি’ বাজারে ছাড়তে চলেছে। এর প্রচারের জন্যেই রণবীরকে নিয়ে এ ধরনের একটি বিজ্ঞাপন তৈরি করেছে তারা। ফোন কোম্পানির পক্ষ থেকেই ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।
ওই ভিডিওতে দেখা যায়, ‘ব্রহ্মাস্ত্র’ নায়ক প্রথমে হাসিমুখে এক তরুণের সঙ্গে সেলফি তোলার জন্য দাঁড়ান। ছবি তোলা শেষে রণবীর নিজে তার কাছ থেকে ফোন চেয়ে নেন এবং স্ক্রিনে কিছু একটা দেখে ফোনটি পেছন দিকে ছুড়ে ফেলে দেন।
ভিডিওটি ‘অ্যাংরিরণবীরকাপুর’ শিরোনামে ভাইরাল হয়।
কেউ লেখেন, “যাও, আরও যাও এই অভিনেতার অনুরাগী হতে!” আরেকজন বলেছেন, ‘‘অসম্ভব বদমেজাজি তো!’’
কেউ আবার রণবীরের স্ত্রী আলিয়াকে উদ্দেশ করে লেখেন, “স্বামীকে কিছু শিখিয়ে-পড়িয়ে পাঠাতে পারেন তো।”
এখন সঠিক তথ্য সামনে আসার পরও রণবীরের সমালোচনা কমছে না। কেউ বলছেন, “জঘন্য একটি প্রচার হয়েছে।“
আবার কারও ভাষ্য, “রণবীরের কাছ থেকে এ ধরনের বিজ্ঞাপন তৈরির প্রস্তাবে সাড়া দেওয়াটা ঠিক মানা যায় না।“
রণবীর পর্দায় শেষ এসেছেন স্ত্রী আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র' সিনেমায়। শিগগিরিই শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমায় এবং ‘ভেগান অ্যানিমেল’ সিনেমায় রশমিকা মানদানার বিপরীতে দেখা যাবে কাপুর পরিবারের ছেলেকে।