আগামী বছরের মার্চ বা এপ্রিলের দিকে ‘চক্র ২’ নিয়ে হাজির হবেন ভিকি জাহেদ।
Published : 05 Nov 2024, 10:36 AM
ওয়েব সিরিজ ‘চক্র’ যাত্রা এখনই ‘থামছে না’ বলে জানিয়েছেন এর পরিচালক ভিকি জাহেদ।
সিরিজের দ্বিতীয় সিজন নির্মাণের ঘোষণা দিয়েছেন জাহেদ।
পরিচালক বিজ্ঞপ্তিতে বলেছেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলের দিকে ‘চক্র ২’ নিয়ে তিনি হাজির হবেন দর্শকের সামনে।
“যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে।"
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ‘চক্র’ মুক্তি পেয়েছে গত ১০ অক্টোবর। ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা ‘চক্রের’ চিত্রনাট্যে তুলে আনেন জাহেদ।
দর্শক প্রতিক্রিয়া নিয়ে জাহেদ বলেন, "শুরুতে ভয়ে ছিলাম যে এমন কনটেন্ট দর্শক দেখবে কী না! কিন্তু রিলিজের পর খুব ভালো ফিডব্যাক পেয়েছি।”
সিরিজের সফলতায় এর অভিনয় শিল্পী এবং কলাকুশলীদের নিয়ে রাজধানীতে কদিন আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সেখানে দ্বিতীয় সিজন নিয়ে জাহেদ বলেন, “‘সিজন ২’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০টি পর্ব রাখা হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে।”
সব সামলে শিগগিরই পরিচালক শুটিংয়ে নামবেন বলেও জানিয়েছেন।
‘চক্র’ দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবের।
তিনি বলেন, “আমার ওটিটির প্রথম কাজটিই ‘সিজন ২’ আকারে আসছে। এর মানে দর্শক পছন্দ করেছেন। প্রথম এই কাজগুলো আজীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে।”
ফারিণের ভাষ্য প্রথম সিজনে দর্শকদের আগ্রহ মেটেনি।
“এই আগ্রহটা ভালো লাগার বিষয়। এটা একেবারে অন্য রকম ধাঁচের একটা কাজ যা সচরাচর করার সুযোগ হয় না। সিজন ২ করার অপেক্ষায় আছি।”
‘চক্র’র প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।
এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতুসহ কয়েকজন। গত তিন বছর ধরে পুরান ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় হয়েছে চক্রের শুটিং।