আফসানা মিমিকে কাছে পেয়েই ‘গুরু’ বলে সম্বোধন করলেন মেহজাবীন।
Published : 25 Dec 2024, 09:14 PM
সপ্তাহখানেক আগে মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেখে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।
মঙ্গলবার রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে আফসানা মিমি বলেন, "মেহজাবীন ভালোই শুধু করেনি, খুব ভালো করেছে।"
আফসানা মিমিকে কাছে পেয়েই ‘গুরু’ বলে সম্বোধন করেন মেহজাবীন। কারণ ক্যরিয়ারের শুরুর দিকে মেহজাবীন শিক্ষক হিসেবে পেয়েছিলেন আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলো শিখেছেন এই অভিনেত্রীর কাছ থেকেই।
বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে সেটাই দেখতে এসেছিলেন আফসানা মিমি। সিনেমার পাশাপাশি মেহজাবীনের অভিনয় এবং চরিত্রেরও প্রশংসা করেছেন তিনি।
বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা দেখে ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে।
জয়া বলেন, "অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়ত এত দেরি করে সে বড় পর্দায় এসেছে।"
অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা ‘এত সুন্দর’ একটি সিনেমা উপহার দেওয়ার জন্য মেহজাবীনকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, মাসুমা রহমান নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রায়হান রাফী, সৈয়দ আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, মনোজ প্রামাণিকসহ একগুচ্ছ অভিনয়শিল্পী উপস্থিত ছিলেন সিনেমার এই বিশেষ প্রদর্শনীতে।
ভালোবাসায় সিক্ত মেহজাবীন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "যেটা আশা করেছিলাম, সে রকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে, এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে। আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।"
গত শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমার পরিচালক পরিচালক শঙ্খ দাশগুপ্ত।
শাঁখারীবাজারের একটি পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘প্রিয় মালতী’।
সিনেমার গল্পে মেহজাবীনকে দেখা গেছে মালতী রানী দাশ নামের নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।
যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল।
তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দ পতন হয়। সেদিন কী ঘটেছিল সেটাই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা শঙ্খদাশ গুপ্ত।
সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
সিনেমাটি প্রযোজনা করেছে ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং সহ-প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকার শাঁখারি বাজার -বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’র শুটিং হয়েছে।
কিছুদিন আগে মিশনের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ‘প্রিয় মালতী’র প্রদর্শনী হয়।
আরও পড়ুন:
যেসব প্রেক্ষাগৃহে চলছে মেহজাবীনের 'প্রিয় মালতী'
সিনেমার 'পোস্টারে ঢাকা' তনুর গ্রাফিতি, ক্ষমা চাইলেন মেহজাবীন
আজ কেবল আমি প্রশ্ন করব, বললেন মেহজাবীন
অবশেষে মেহজাবীনের 'প্রিয় মালতী' দেশের প্রেক্ষাগৃহে
এবার দেশের দর্শকদের 'প্রিয় মালতী' দেখাবেন মেহজাবীন