আরিফিন-সৌরসেনীকে নিয়ে নতুন সিরিজটি পরিচালনা করছেন ‘জুবিলি’ সিরিজের নির্মাতা সৌমিক সেন।
Published : 30 Jun 2024, 12:33 PM
একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প এবার ঠাঁই পাচ্ছে ভারতীয় ওয়েব সিরিজে। আর তাতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। তার বিপরীতে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্রের নাম শোনা যাচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির বেশ কিছুদিন পর শুভর নতুন কোনো কাজের খবর এল।
আনন্দবাজার লিখেছে আরিফিন-সৌরসেনীকে নিয়ে নতুন সিরিজটি পরিচালনা করছেন ‘জুবিলি’ সিরিজের নির্মাতা সৌমিক সেন। প্রযোজনা করছেন অর্পিতা চট্টপাধ্যায়। এবং সিরিজের শুটিংও শুরু হচ্ছে শিগগিরই।
তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখন সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। এছাড়া শুভ এবং সৌরসেনীও বলেছেন সময় হলে সব কিছু সামনে আসবে।
এর আগে ভারতের দুটি ওয়েব সিরিজে কাজ করেছেন শুভ। অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ ও রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তে দেখা যাবে তাকে।
‘১৯ এপ্রিলের’ কাহিনী সত্তর দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পে দেখা যাবে, শহরের এক অভিজাত পরিবারের গৃহবধূ হঠাৎ মারা যান। কিন্তু তার মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য দানা বাঁধে। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায়সহ আরো অনেকে।
অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে ‘লহু’ সিরিজ। এখানে শুভর বিপরীতে আছেন সোহিনী সরকার। আরও আছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।
এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় আছের শুভর ‘নীলচক্র’, যা পরিচালনা করেছেন মিঠু খান। এছাড়া রায়হান রাফীর ‘নূর’ সিনেমা নিয়েও আগামীতে বড় পর্দায় আসছেন শুভ।