“স্ত্রীর সঙ্গে সন্তানকে মানুষ করার দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে চাই।”
Published : 21 Mar 2025, 09:31 PM
সন্তান পৃথিবীতে আসার তিন মাস আগে নতুন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন কলকাতার অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
সেটি হল পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। জুনে পরমব্রত ও পিয়া চক্রবর্তীর সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে।
হিন্দুস্তান টাইমসকে পরমব্রত জানিয়েছেন, কাজের চাপ, ব্যস্ততার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঠিকমত সময় দিতে পারেননি তিনি। তাই হাতের কাজ অনেকটা সেরে নিয়ে পরিবারকে সময় দিতে মে মাস থেকে পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন এই অভিনেতা।
পরমের কথায়, “আমরা যে বাবা মা হতে চলেছি সেটা ফেব্রুয়ারি মাসে জানিয়েছি। আমাদের সন্তান জুন মাসে আসছে। কাজের জন্য আমি পিয়ার পাশে থাকতে পরিনি, যেটা হয়ত দরকার ছিল। আমি চাই সন্তানকে আমার চোখের সামনে বেড়ে উঠতে দেখতে।”
পরম জানিয়েছেন, সন্তান জন্মের পর তাদের পাশে থাকতে চান।
তিনি বলেন, “পাশে থাকতে চাই পিয়ার। স্ত্রীর সঙ্গে সন্তানকে মানুষ করার দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে চাই।”
২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে দুজনার কাছাকাছি আসা। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।
পরমব্রত চট্টোপাধ্যায়কে দর্শকরা শেষবার দেখেছেন ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমায়। এরপর মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘এই রাত তোমার আমার’।
২০২৩ সালের ২৭ নভেম্বরে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। পরদিন সোশাল মিডিয়ায় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতার ছবি প্রকাশ করেন দুজনে।
আগামী মাসে বাংলা নববর্ষের সময় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’, যা ‘হেমলক সোসাইটির’ সিকুয়েল। সেখানে মৃত্যুঞ্জয় কর হিসেবে ধরা দেবেন পরমব্রত। এছাড়া বর্তমানে তিনি ‘তেজপাতা’ নামক একটি ছবির শুটিংয়ে ব্যস্ত আছে, সেখানে তাকে দেখা যাবে ইশা সাহার সঙ্গে।
আরও পড়ুন-