ভাঙা সংসার যে জোড়া লাগেনি, তা স্পষ্ট হল চিত্রনায়িকার পোস্টে।
Published : 18 Jun 2023, 11:11 PM
বাবা দিবসে ফেইসবুকে এক পোস্ট লিখলেন চিত্রনায়িকা পরীমনি; তাতে প্রকাশিত হয়েছে ক্ষোভ, আর তার লক্ষ্য যে স্বামী শরিফুল রাজ, নাম না নিলেও তা স্পষ্ট।
রাজের ফেইসবুক আইডি থেকে এক ভিডিও ফাঁসের পর তাদের সংসারেও বইছে ঝড়; তার মধ্যেই রোববার পরীমনি এই পোস্ট লিখলেন।
২০২১ সালে গিয়াস উদ্দীন সেলিম পরিচালিত ওয়েব চলচ্চিত্র ‘গুনিন’ এ পরীমনি ও শরিফুল রাজ জুটি বাঁধার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল; তবে দুজনই এবিষয়ে ছিলেন নিশ্চুপ।
এর পরের বছর পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর জানানোর সঙ্গে রাজ জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। পরে রাজ-পরীর সংসারে আসে ছেলে 'রাজ্য'।
ছেলেকে তাদের দাম্পত্যজীবনের অনেক সুখের স্মৃতিও তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
কিন্তু গত ৩০ মে রাজের ফেইসবুক আইডি থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল,তানজিন তিশা ও অভিনেত্রী নাফিজা তুষিকে নিয়ে কিছু ভিডিও ও ছবি প্রকাশ হয়। তাদের ‘অসংলগ্ন’ কথা সোশাল মিডিয়ায় তুমুল আলোচনার খোরাক জোগায়। তা নিয়ে পরীমনি ও সুনেরাহ ফেইসবুকে পাল্টাপাল্টি বক্তব্য আসে।
ফেইসবুকে ভিডিও ফাঁস: চটেছেন সুনেরাহ
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসে ক্ষুব্ধ তানজিন তিশা
এরপর খবর আসে, সংসার থেকে রাজ বেরিয়ে গেছেন। পরে রাজ-পরী দুজনই ডিভোর্স চান বলেও সাংবাদিকদের জানান। দুজনে আলাদা থাকলেও ছেলেকে ঘিরে একটি ঘরোয়া অনুষ্ঠানে ক্ষণিকের জন্য একসঙ্গে হয়েছিলেন।
তবে তাদের ভাঙা সংসার যে জোড়া লাগেনি, সেটি রোববার বাবা দিবসে পরীমনির পোস্টে বোঝা গেল।
এই চিত্রনায়িকা লিখেছেন, "এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না।"
খোঁচা দিয়ে পরীমনি আরও লেখেন, "অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে। লুজার।"
নায়িকা পরীমনির বাবা-না বেঁচে নেই। নানার কাছেই তিনি বড় হয়েছেন। নানা ঝড়-ঝাপ্টায় নানাকেই কাছে পেয়েছেন নায়িকা।
পরীমনি তার পোস্টে লেখেন, "মা-বাবা নেই, এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।"