এককালে হিন্দি সিনেমার পর্দায় দর্শকদের চুম্বকের মত ধরে রাখা নায়িকা রেখা থেকে শুরু করে হালের বাণী কাপুর; মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান থেকে তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান– কে নেই ‘স্টারডাস্ট’ এর সান্ধ্য আয়োজনে! রোববার প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে সেকাল-একালের তারকাদের এক ছাদের নিচে হাজির করে ভারতের চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ‘স্টারডাস্ট’।
সমুদ্র সৈকতের বালুকাবেলায় উজ্জ্বল লাল-শুভ্র সাজে ধরা দিয়েছেন দেশের ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। ভাষা দিবস হোক আর বসন্তের শুরুর দিনই হোক বা সিনেমার প্রচার, বিয়েবার্ষিকী বা একান্তই নিজস্ব সময়-প্রায় স ...