রুনার বাবা বার্ধক্যের নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
Published : 10 Mar 2025, 02:47 PM
নাটক সিনেমার অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ খান মারা গেছেন।
অভিনেত্রীর স্বামী এষণ ওয়াহিদ গ্লিটজকে এ খবর জানিয়ে বলেছেন, সোমবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীতে রুনার ভাইয়ের বাসায় তিনি মারা গেছেন; ফরহাদ খানের বয়স হয়েছিল ৭৫ বছর।
এষণ ওয়াহিদ বলেন, "তিনি (ফরহাদ খান) নানান শারীরিক জটিলতায় অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল থেকে থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।”
এছাড়া বাবার সঙ্গে কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করে রুনা লিখেছেন, "আমার আব্বু চলে গেলেন! তার আত্মার শান্তি হোক।"
অভিনেত্রীর পোস্টে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা।
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, "শান্তিময় হোক আঙ্কেলের এই অনন্ত যাত্রা।"
অভিনেতা রওনক হাসান লিখেছেন,"বাবার আত্মার শান্তি কামনা করছি।"
এ ছাড়া চঞ্চল চৌধুরী, তানভীন সুইটি, লায়লা হাসান, ওমর সানী, রোজী সিদ্দিকী, চয়নিকা চৌধুরী, ইমতিয়াজ বর্ষণ, শতাব্দী ওয়াদুদ, মুকিত জাকারিয়াসহ অভিনয়জগতের অনেকেই তার পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
ব্যক্তিজীবনে রুনা খানের বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরের মসদই গ্রামে তার জন্ম, সেখানেই তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে।