“বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে তাদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।”
Published : 11 Nov 2024, 05:31 PM
ভারতের জাদুশিল্পী পিসি সরকার জুনিয়রের মেয়েরা তাদের দাম্পত্যসঙ্গী খোঁজার কাজে নিজেরা আগ্রহী নয়। এই দায়িত্ব তারা ছেড়েছেন বাবা-মায়ের হাতে। তাই তিন মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শোরগোল তুলেছেন পি সি সরকার।
সংবাদ প্রতিদিন লিখেছে, পি সি সরকারের ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে অনেকে প্রশ্ন করেছেন, এটা সত্যি সত্যিই জাদুশিল্পীর দেওয়া কী না।
কেউ কেউ ভাবছেন পি সি সরকার নতুন কিছু করতে চাইছেন, সে জন্য অভিনব পন্থায় সেটি জানান দিচ্ছেন।
প্রশ্নের উত্তর জানতে কলকাতার এই সংবাদমাধ্যম জাদুশিল্পীর মেয়ে অভিনেত্রী মমতাজের সঙ্গে যোগাযোগ করেছিল।
মমতাজ নিশ্চিত করেছেন, তাদের তিন বোনের বিয়ের পাত্র খুঁজতে ওই বিজ্ঞাপনটি তাদের বাবাই দিয়েছেন।
মমতাজ বলেন, “বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তার পর সেটা আর আর এগোবে না। আমরা সেভাবে ভাবতে পারি না।
“আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে তাদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।”
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্র-পাত্রীর খোঁজ করে বিয়ে দেওয়ার রীতি তাদের পরিবারে নতুন নয় বলেও জানিয়েছেন মমতাজ।
“আমার পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েইছে। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করাতে বিশ্বাসী নই।”
যদি বিজ্ঞাপন দেখে সুপাত্র হাজির হন তাহলে পরবর্তী করণীয় কি হবে জানতে চাইলে তিনি বলেন, “তাহলে স্বয়ম্বর সভা বসবে।“
এই অভিনেত্রী বলেছেন, বিয়ের বিষয়ে এই পদ্ধতিতে আগানোর ব্যাপারে তাদের বাবা-মা আশাবাদী।
“আমরা মনে করি বাবা-মায়ের মত করে আমাদের কেউ চেনে না, বোঝে না। তাই তারা যা সিদ্ধান্ত নেবেন, বা যাকে বাছবেন জামাই হিসেবে, তারা ভালোই হবে।“
জাদুশিল্পী পি সি সরকারে পুরো নাম প্রদীপ চন্দ্র সরকার, তবে পরিচিত পিসি সরকার জুনিয়র নামে। বাবা ভারতীয় জাদুকর পিসি সরকারের দেখানো পথে জাদুবিদ্যাকে পেশা হিসেবে নিয়েছেন তিনি তরুণ বয়স থেকে। তাই এই জাদুকরের নামের শেষে যোগ হয়েছে জুনিয়র।
জাদুবিদ্যার দুনিয়া ছাড়াও রাজনীতির ময়দানে কিছুদিন বিচরণ করেছেন পিসি সরকার জুনিয়র। ২০১৪ সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে নেমেছিলেন তিনি, তবে জয় আসেনি।
গত বছর এই জাদুশিল্পী বলেছিলেন, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে ‘স্বচ্ছতা না আসা পর্যন্ত’ তিনি আর ম্যাজিক দেখাবেন না।
পি সি সরকারের তিন মেয়ে। তারা হলেন মানেকা, মৌবনী ও মমতাজ; তাদের কেউ আছেন অভিনয়ে আবার কেউ ঠাকুরদা ও বাবার পথ ধরে জাদুও দেখান।