ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচার করা হবে।
Published : 15 Jun 2024, 08:23 PM
প্রতিবারের মত এবারের ঈদেও ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেতের নাটক আসছে টেলিভিশনের পর্দায়।
ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচার করা হবে।
এক বিজ্ঞপ্তিতে এটিএন বাংলা বলেছে, ‘ব্যবহার বিভ্রাট’ এর গল্প এগিয়েছে একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী, তত্ত্বাবধায়ক ও তাদের পরিবারের নানা ঘটনা নিয়ে।
গল্পে দেখা যাবে, নিরাপত্তা প্রহরী বিয়ে করেছেন কিছুদিন আগে। কিন্তু তাদের স্বস্তির জীবনে সমস্যা তৈরি করছে প্রযুক্তির অপব্যবহার।
নাটকের টাইটেল সংগীতেই মূল বক্তব্য তুলে ধরা হয়েছে। গানের কথা হল ‘সব কিছুতেই আছে রে ভাই ভাল মন্দ দিক, ভালো দিকটা বুঝলে পরে সকল কাজই ঠিক’।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম।
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন হানিফ সংকেত।
এছাড়া সংগীতায়োজন করেছেন মেহেদী; আর কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।