‘আমার বস’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে রাখী গুলজারকে এবং অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Published : 06 Jan 2024, 11:34 AM
কলকাতার বাংলা সিনেমায় প্রবীণদের নিয়ে ভাবছেন একালের নির্মাতারা। শর্মিলা ঠাকুর, ভিক্টর ব্যানার্জির পর এবার দেখা মিলল বর্ষীয়ান রাখী গুলজারের।
আনন্দবাজার লিখেছে, পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাদের নতুন সিনেমা ‘আমার বস’এ রাখী গুলজারকে চাইছিলেন। এজন্য গত বছর এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগও করেন তারা। চিত্রনাট্য পড়ে পছন্দ হওয়ায় রাখী ‘হ্যাঁ’ বলে দেন।
সেই সিনেমার শুটিং শুরু হয়েছে শনিবার। স্পটে পূজা করে নির্দিষ্ট সময়ে শুটিং শুরু করেন নির্মাতা যুগল। তারা টিমের জন্য কল টাইম রেখেছিলেন স্থানীয় সময় সকাল ১০টায়। সময় ধরে একে একে আসতে থাকেন অভিনয় শিল্পীরা। কিন্তু কলটাইমের ১৫ মিনিট আগে শীতের সকালে সেখানে পৌঁছে যান ৭৬ বছর বয়সী রাখী।
এই সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়। নাম ভূমিকায় দেখা যাবে রাখীকে এবং অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া এই সিনেমায় শিবপ্রসাদকে শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসেবেও পাওয়া যাবে।
‘আমার বস’র মাধ্যমেই প্রথম বার বড় পর্দায় অভিনয় করবেন অভিনেত্রী শ্রুতি দাস। এত দিন তাকে সিরিয়ালেই দেখেছেন দর্শক।
প্রথম দিন রাখীর শুটিং ছিল শিবপ্রসাদের সঙ্গে। শুটিং সেটের কিছু ছবি ঘুরছে সোশাল মিডিয়ায়।
রাখীর প্রত্যাবর্তন প্রসঙ্গে শিবপ্রসাদের ভাষ্য, “আমাদের সব সিনেমা ওনার দেখা, সবচেয়ে প্রিয় হামি’। আমাদের পরের সিনেমার মুখ্য চরিত্র উনি। বলতে পারেন একটা ইচ্ছেপূরণ। আজকের সকালটা স্পেশাল।”
১৯৬৭ সালে ২০ বছর বয়সে অভিনয় শুরু করা রাখী সিনেমার জগত থেকে অনেকটাই সরে যান আশির দশকের মাঝামাঝিতে। মাঝে ফিরেছিলেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘শুভ মহরৎ’ এবং গৌতম হালদারের ‘নির্বাণ’ দিয়ে। মাঝে আবার প্রায় হারিয়েই গিয়েছিলেন এই অভিনেত্রী। সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোয় তার দেখা পাওয়া যায়না। মুম্বাইয়ে নিজের গড়া ফার্ম হাউসে একাই থাকেন তিনি। তবে ২০২২ সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি করে আনা হয় তাকে।
সিনেমায় অভিনয় শুরুর পর বাঙালি পরিবারের মেয়ে রাখী কোনো পদবি ব্যবহার করতেন না। কিন্তু ১৯৭৩ সালে সাহিত্যিক, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা গুলজারকে বিয়ের পর নামের সঙ্গে রাখী ‘গুলজার’ পদবী জুড়ে দেন।
বিয়ের এক বছর পর এই দম্পতির একমাত্র সন্তান মেঘনা গুলজার পৃথিবীতে আসতে না আসতেই আলাদা হয়ে যান তারা।
আনুষ্ঠানিক বিচ্ছেদে না গেলেও এতগুলো বছর ধরে আলাদাই আছেন গুলজার ও রাখী।