আগামী ১৯ এপ্রিল ঢাকায় ‘আর্টস অ্যান্ড মিউজিক’ ফেস্টে গাইবেন তিনি।
Published : 28 Mar 2024, 07:50 PM
গান গাইতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম; তার অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেইজে সেই খবর এসেছে।
বৃহস্পতিবার বিকেলে ওই পেইজে প্রকাশ করা এক বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ, লেটস ভাইব টুগেদার সুন’।
আগামী ১৯ এপ্রিল ঢাকায় ‘আর্টস অ্যান্ড মিউজিক’ ফেস্টে গাইবেন আতিফ। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে লেটস ভাইবের আয়োজনে দুই দিনের এই সংগীত উৎসব হবে। সেখানে দ্বিতীয় দিনে গাইবেন আতিফ।
তবে এ বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করতে চান না আয়োজকরা। তারা বলছেন, সব কিছু চূড়ান্ত হলে ফেইসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।
পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ভারতেও সমান জনপ্রিয়। বাংলাদেশেও তরুণদের মধ্যে তার পরিচিতি বেশ।
২০০৩ সালে ব্যান্ড দল জলের সঙ্গে আতিফের সংগীত ক্যারিয়ার শুরু।মূলত উর্দু ভাষায় গাইলেও হিন্দি, পঞ্জাবি, বাংলা ও পশতু ভাষার গানেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি।
বলিউডে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন আতিফ আসলাম। গানের পাশাপাশি একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন।
সবশেষ ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করে গেছেন এই সংগীত শিল্পী।