“আমাকে ও বাবাকে খুনের হুমকি দিতে থাকেন ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি। সেইসঙ্গে আমার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।”
Published : 15 Sep 2024, 10:53 AM
প্রতারণার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুনিধি নায়েক। হত্যা ও ইন্টারনেটে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ঢাকার গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সুনিধির কাছ থেকে সাড়ে পাঁচ লাখ রুপি হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
আনন্দবাজার লিখেছে, সুনিধি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকেন। বুধবার রাতে হায়দরাবাদের সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন সুনিধিকে। সেদিন বাড়িতে সুনিধি একাই ছিলেন।
সুনিধি বলেন, “আমাকে বলা হয়, আমি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক তছরুপের ঘটনায় জড়িত। এমনকি আমার নামে নাকি একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এর কিছুক্ষণ পর বলা হয়, আমাকে গ্রেপ্তার করা হবে। ওরা হিন্দি এবং ইংরেজিতে কথা বলছিল ।”
হুমকি নিয়ে সুনিধা বলেন, “এরপর ফোন করে আমাকে ও বাবাকে খুনের হুমকি দিতে থাকেন ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি। সেইসঙ্গে আমার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।”
এসব হুমকিতে বাধ্য হয়ে পরে ওদের পাঠানো ঠিকানায় বৃহস্পতিবার ৫ লাখ রুপি পাঠিয়ে দেন বলে জানান সুনিধি।
কোনো সন্দেহ হয়নি? এ প্রশ্নে গায়িকা বলেন, “ওরা আমার ও বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। বাড়ির বাইরে এক অজ্ঞাতপরিচয় লোককে ঘোরাঘুরি করতে দেখেছি। এখন জানতে পেয়েছি গত ছয়-সাত ধরে আমার ওপর নজরদারি চালাচ্ছিল ওরা। এও বলেছে যে আমি যদি মুখ খুলি তা হলে নরেশ গোয়েল আমাকে মেরে ফেলবে।”
টাকা পাঠিয়ে দেওয়ার পর সুনিধি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছে। এরপরে পুলিশের শরাণপন্ন হয়েছেন অর্ণবের স্ত্রী।
অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, “এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে। এখন আমি টাকা ফেরত চাই।”
অপরাধীদের শাস্তি দাবি করে প্রশাসনের কাছে নিরাপত্তাও চেয়েছেন সুনিধি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
ফেইসবুকে পোস্টে লিখেছেন, “গত কয়েক দিনের ঘটনায় আমি ক্লান্ত বিধ্বস্ত। তার ভেতরে এত এত কল, টেক্সট। আমি সবার উত্তর দিতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি। যারা বারবার আমার খোঁজ নিচ্ছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এখন ভালো আছি, তবে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি।“
রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে সুনিধি পরিচিত। ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করেছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি সুনিধি একজন পেশাদার এসরাজ বাদক।
আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে অর্ণবের পরিচয় বিশ্বভারতীতে। সেখানকার ‘রবি অ্যান্ড র্যাবি’ শীর্ষক এক অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়ে অর্ণব এই গায়িকাকে শুভকামনা জানিয়েছিলেন। এরপর সেই শুভকামনা পরিণত হয় পরিণয়ে।
এরপর অর্ণব এবং সুনিধি গাঁটছাড়া বাঁধেন ২০২০ সালে।