উত্তাল নকশাল আন্দোলনের প্রেক্ষাপট, বিপ্লবীদের আন্দোলন পরবর্তী স্বপ্নভঙ্গের যন্ত্রণা আর প্রেমের তোলপাড় তোলা যে ‘কালবেলা’ উপন্যাস সমরেশকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার চূড়ায়, সেই উপন্যাস কেবল দুই মলাটে বন্দি হয়ে থাকেনি, উঠে এসেছে পর্দায়। আর যে ‘দৌড়’ বইটি দিয়ে লেখালেখির দুনিয়ায় প্রবেশ করেছিলেন সমরেশ, সেটা নিয়েও সিনেমা হয়েছিল। এ দুটি বই ছাড়াও প্রয়াত এই লেখকের আরও কয়েকটি উপন্যাস ও গল্প নিয়ে বিভিন্ন সময়ে সিনেমা ও সিরিয়াল নির্মাণ করা হয়। সমরেশের সৃষ্টিকে মূলভাবনায় রেখে তৈরি সেসব সিনেমা-সিরিয়ালের খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
Published : 09 May 2023, 02:51 PM
সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশের চার বছর পর তা নিয়ে কলকাতায় সিনেমা নির্মাণ করা হয় ১৯৭৯ সালে। সেখানে মূল চরিত্রটি করেন দুই বাংলার দর্শকদের কাছে ‘সোমনাথ’ হিসেবে খ্যাতি পাওয়া প্রয়াত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। ‘দৌড়’ উপন্যাস হিসেবে পরিচিতি পেলেও সাদাকালো সিনেমাটি সেভাবে জনপ্রিয়তা পায়নি।
‘কালবেলা’র অনিমেষ ও মাধবীলতাকে ২০০৯ সালে পর্দায় আনেন পশ্চিমবঙ্গের নির্মাতা গৌতম ঘোষ। অনিমেষের চরিত্রটি করেছিলেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, মাধবীলতা হয়েছিলেন পাউলি দাম। তবে গৌতম ঘোষ সিনেমাটির শেষ টেনেছেন নিজের মত করে। অনিমেষের জেল থেকে বের হওয়ার পরই শেষ হয় সিনেমাটি। এ নিয়ে চার বছর আগে গ্লিটজের সঙ্গে আলাপে কিছুটা উষ্মা প্রকাশ করেছিলেন সমরেশ। তার ভাষ্য ছিল, “গৌতম আমার খুবই কাছের বন্ধু! কিন্তু গল্পটির সাথে জাস্টিস করতে পারেনি। 'কালবেলা' ট্রিলজির শেষ পর্ব ‘কালপুরুষ’ নিয়ে কলকাতায় নাটকও তৈরি হয়।
‘বুনো হাঁস’ সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত আরেকটি সিনেমা। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী নায়ক দেব, শাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, মুনমুন সেনকে নিয়ে ২০১৪ সালে এ সিনেমা তৈরি করেন। এই সিনেমার কিছু অংশের শুটিং হয় বাংলাদেশে।
‘অর্জুন’- সমরেশ মজুমদারের গোয়েন্দা চরিত্র, সত্যের সন্ধানে যিনি চষে বেড়ান পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। ‘অর্জুন’কে নিয়ে নির্মাতা প্রেম প্রকাশ মোদি সিনেমা বানান ২০১৩ সালে। ‘অর্জুন: কালিম্পং এ সীতাহরণ’ সিনেমায় অর্জুন চরিত্রে অভিনয় করেন ওম প্রকাশ সাহানি। আর অর্জুনের গুরুর চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী। ওই সিনেমায় গুরু-শিষ্য মিলে সীতাহরণ রহস্য ভেদ করেন কালিম্পংয়ের মাটিতে।
সমরেশের মজুমদারের উপন্যাস থেকে নির্মিত সর্বশেষ সিনেমা জালবন্দী। রহস্য-রোমাঞ্চে ভরপুর সিনেমাটি পরিচালনা করেন পীযূষ সাহা। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় অভিনয় করেছেন পায়েল সরকার, প্রিন্স প্রাচুর্য, দীপংকর দেসহ আরও অনেকে।
সিনেমা ছাড়াও সমরেশের গল্প উপন্যাস থেকে সিরিয়াল হয়েছে কলকাতার বিভিন্ন টেলিভশনে। সমরেশের আরেকটি জনপ্রিয় উপন্যাস ‘সাতকাহন’ থেকে করা সিরিয়াল ‘দীপাবলীর সাতকাহন’। ‘দীপাবলী’ চরিত্রে অভিনয় করেছিলেন সৌমি চট্টোপাধ্যায়। বাংলাদেশেও তার 'সাতকাহন' নিয়ে ধারাবাহিক নাটক হয়েছে। এছাড়া আশির দশকের সাড়া ফেলে দেওয়া সিরিয়াল হল ‘তের পার্বণ’। ওই সিরিয়ালের ‘গোরা’ চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী।
এছাড়া এ লেখকের ‘উৎসবের রাত’ উপন্যাস থেকে ওয়েব সিরিজ করার পরিকল্পনার কথা জানা গিয়েছিল ২০১৯ সালে। বাংলাদেশের আলফা-আই প্রযোজনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ওয়েব সিরিজটি নির্মাণে হাত দিয়েছিলেন। পরিচালনায় ছিলেন কলকাতার সায়ান দাসগুপ্ত। ওই সিরিজে বাংলাদেশের দুই বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত এবং দিলারা জামান কাজ করেন।
পুরনো খবর
কালবেলা-কালপুরুষের স্রষ্টা সমরেশ মজুমদারের অনন্তযাত্রা
“কালবেলা সিনেমা আর কালপুরুষ নাটক করার পর আমি আর অনুমতি দেইনি”- সমরেশ মজুমদার
একজন সমরেশ মজুমদার এবং একটি কিংকর্তব্যবিমূঢ় রচনা