বিমান চালনোর জন্য প্রাইভেট পাইলট লাইসেন্সও (পিপিএল) আছে ববির কাছে।
Published : 09 Apr 2025, 11:08 AM
ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা ববি দেওল সম্পর্কে নতুন একটি তথ্য সামনে এসেছে।
সেটি হল অভিনেতা হওয়ার আগে বিমান চালনোর প্রশিক্ষণ নিয়েছিলেন এই অভিনেতা।
এছাড়া বিমান চালনোর জন্য প্রাইভেট পাইলট লাইসেন্সও (পিপিএল) আছে ববির কাছে।
দীর্ঘ সময় বড় পর্দার সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্নই ছিল এই অভিনেতার। ২০২৩ সালে মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমা ববির প্রায় হারিয়ে যাওয়া ক্যারিয়ারকে ফিরিয়ে আনে। ‘অ্যানিমাল’ সিনেমায় ২৭ মিনিটের খল চরিত্রের অভিনয় ববিকে করে তোলে দারুণ জনপ্রিয়।
এরপর ‘কাঙ্গুয়াসহ’ আরো কয়েকটি সিনেমায় ববি খল চরিত্রে অভিনয় করেছেন। তবে এখন তিনি চরিত্রের বদল চাইছেন।
২০২৩ সালের ডিসেম্বরে ‘অ্যানিমাল’ মুক্তির আগেই সিনেমায় ববি অভিনীত ‘জামাল কুদু’ গান প্রকাশ পেলে নতুন নতুন কাজ এসে ধরা দেয় ববির হাতে।
তবে মানুষের কাছে যাতে একঘেয়ে না লাগে, অভিনয় নির্ভর এমন কোনো চরিত্র বেছে নেওয়ার কথা ভাবছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি।
১৯৯৫ সালে ‘বারাসাত’ সিনেমা দিয়ে বলিউডে ববির অভিষেক হয়; সেখানে ববির নায়িকা হয়েছিলেন টুইঙ্কেল খান্না। সেরা নবাগত অভিনেতা হিসেবে সে বছর ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন ববি। একটা সময়ে কাজ কমতে থাকায় মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।