ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলছেন চট্টগ্রাম ছাত্রদলের এক নেতা।
Published : 18 Apr 2025, 12:19 AM
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আকবর শাহ থানার বাইরে ওই ঘটনা ঘটে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলছেন, দুপুরে নগরীর সিটি গেইটের অদূরে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে আসতে মানা করা নিয়ে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়।
ওই ঘটনায় সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুসারীরা থানায় মামলা করতে গেলে ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে হামলা করে বলে সংগঠনটির অভিযোগ। তবে বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলছেন চট্টগ্রাম ছাত্রদলের এক নেতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিদোয়ান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কর্মীরা গেলে তাদের ওপরও হামলা হয়।”
হামলায় তাদের দুইজন আহত হওয়ার দাবি করে তিনি বলেন, “এ ঘটনায় আমরা সন্ধ্যায় আকবর শাহ থানায় মামলা করতে যাই। তখন ছাত্রদলের ছেলেরা মিছিল নিয়ে এসে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। থানার ভেতরে থাকা আমাদের কর্মীদের অবরুদ্ধ করে রাখে এবং বাইরে থাকাদের ওপর হামলাও করে।”
দিগন্ত ও মারুফ নামে দুজন আহত হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, “দুপুরের ঘটনায়ও আমাদের দুইজন আহত হয়েছে। চারজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। উভয় ঘটনায় আমরা মামলা করব।”
অভিযোগের ব্যাপারে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, “দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এটা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে শেষ করব। যদি প্রকৃতপক্ষে কেউ দোষী হয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
আকবর শাহ থানার ওসি মো. কামরুজামান বলেন, “মোস্তফা হাকিম কলেজের দুপুরের সমস্যা নিয়ে থানার অদূরে সন্ধ্যায় ছাত্রদল ও এনসিপির কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”