আগামী ৮ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রং ঢং’ ।
Published : 25 Sep 2024, 02:20 PM
বছরের পর বছর ধরে সেন্সর বোর্ডের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে চক্কর খেয়ে এবং আদালতের বারান্দা ঘুরে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তরুণ পরিচালক আহসান সারোয়ারের সিনেমা ‘রং ঢং’।
দেড় মাস পর আগামী ৮ নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
পরিচালক সারোয়ার গ্লিটজকে বলেছেন, সেন্সর বোর্ডের যে খাড়া ছিল তার সিনেমার উপরে, ওই ধরনের সমস্যায় কেবল তিনি নন, দেশের বহু নির্মাতা ‘নাকানিচোবানি’ খেয়ে থাকেন।
সরোয়ার বলেন, “অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘রং ঢং’। অনেকটা সময় পার হয়ে গিয়েছে বলে সিনেমাটি নিয়ে একটু চিন্তা আছে। কিন্তু আমার মনে হয় গল্পটি দর্শকের ভালো লাগবে।"
সেন্সর বোর্ডের কী ধরনের আপত্তি ছিল প্রশ্নে সরোয়ার জানিয়েছেন, তিনি ছাড়পত্র পেতে বোর্ডে ‘রং ঢং’ জমা দিয়েছিলেন ২০১৯ সালে।
“ওই সময় কিছু বিষয়ে সংশোধন দেখিয়ে সিনেমাটি সেন্সরে আটকে দেওয়া হয়। সংশোধন করে আবার জমা দেই, কিন্তু বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। যদিও ব্যান করার কোনো কারণ তারা দেখাতে পারেনি। তারপর সিনেমাটি নিয়ে আপিল বিভাগে যাই। সেখান থেকে গতবছর ‘রং ঢং’ ছাড়পত্র পেয়েছে।“
সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখা আনকোরা এক শিল্পীর ‘প্রতারণার শিকার’ হওয়ার গল্প নিয়ে ‘রং ঢং’ এর চিত্রনাট্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সরোয়ার।
এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন অভিনেতা স্বাধীন খসরু।
সপরিবারে লন্ডনে বসবাস করা এই অভিনেতা সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
খসরু বলেন, "সাত বছর আগে এই সিনেমার যাত্রা শুরু, আমরা বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হয়ে সিনেমাটি মুক্তি দিতে পারিনি।“
‘রং ঢং’কে ‘সময়োপযোগী’ সিনেমা বর্ণনা করে খসরু কলেছেন, “যে ধরনের গল্প বলা হয়েছে, তা আমাদের ইন্ডাস্ট্রিতে অহরহ ঘটছে।“
খসরু মনে করেন, সিনেমাটি সাধারণ মানুষদের জন্য সচেতনতার বার্তা নিয়ে আসছে। অপরাধীদেরও সতর্ক করবে বলে মন্তব্য করেন তিনি।
খসরু বলেন, “সারা পৃথিবীতে কিন্তু সিনেমার ফর্মুলা বদলে গেছে। এই সিনেমার গল্পটিও তেমন। এই গল্প কিন্তু শুধু একজন নায়ক নায়িকাকে কেন্দ্র করে না। এখানে প্রধান বা মুখ্য চরিত্র বলে কিছু নেই, প্রায় প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। দর্শককে আহ্বান জানাব সিনেমাটি দেখার জন্য। কারণ এটি বাস্তবধর্মী ও সত্য গল্প।"
'রং ঢং' সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খানসহ আরও অনেকে।
২০১৬ সালে ‘রং ঢং’ এর শুটিং শুরু হয়েছিল। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, গাজীপুর, সিলেটসহ দেশের আরও কয়েকটি জায়গায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলেছে দৃশ্যধারণের কাজ।
সে সময় সিনেমার দুটি গান ‘বয়স ১৬তে প্রেম’ ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল।
সিনেমায় সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স এবং তাসনুভা।