আগামী ১২ নভেম্বর দীপাবলীতে মুক্তি পাবে ‘টাইগার ৩’।
Published : 08 Nov 2023, 10:35 AM
প্রেক্ষাগৃহে ভোররাত থেকে সিনেমা দেখানোর চল শুরু হয় শাহরুখ খানের ‘জওয়ান’ দিয়ে। সিনেমা দেখানোর সেই সময়সীমা ‘লাভজনক’ হওয়ায়, সালমান খানের ‘টাইগার থ্রি’র বেলাতেও এ কৌশল বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এ সিনেমার আগাম টিকেট বিক্রি হয়েছে ৬০ হাজার। এই অংক দেখে ভারতের অনেক প্রেক্ষাগৃহ এবং সিনেপ্লেক্স কর্তৃপক্ষ শোয়ের সময় বাড়াতে চাইছে।
আহমেদাবাদের সিনেস্টার মিনিপ্লেক্স সিনেপ্লেক্স এ পরিস্থিতিতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি দেখাতে তারা সারা দিনরাত হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে শুধু ওই সিনেপ্লেক্স নয়, অনেক রাজ্যেই সিনেমা মুক্তির প্রথম দিনই মধ্য রাত থেকে ভাইজানের ছবি দেখানোর পরিকল্পনা নিয়েছে।
‘টাইগার ৩’-এর প্রধান দুই চরিত্রে ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং রাঠোর ও পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
তবে আদিত্য চোপড়া প্রযোজিত এই স্পাই ইউনিভার্সের নতুন এ সিনেমায় শাহরুখ খান ও হৃতিক রোশনও থাকছেন।
সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হবেন ভাইজান।
সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। আগামী ১২ নভেম্বর দীপাবলীতে মুক্তি পাবে ‘টাইগার ৩’।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আদিত্য চোপড়া যশরাজ স্পাই ইউনিভার্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান। সেজন্য প্রতিটি কিস্তিতেই থাকছে নানা চমক।
পুরনো খবর:
‘টাইগার থ্রি’ সিনেমার সঙ্গে হলে আসবে ‘ডানকি’র টিজার
টাইগার ৩: শাহরুখের সঙ্গে হৃতিকও থাকছেন!