‘তু জিন্দা হায়’ শিরোনামের গানটি মুক্তি পাবে শনিবার।
Published : 08 Jun 2024, 08:35 AM
বাংলাদেশের চঞ্চল চৌধুরী অভিনীত 'পদাতিক' সিনেমায় গেয়েছেন ভারতীয় দুই সংগীত শিল্পী অরিজিৎ সিৎ এবং সোনু নিগম।
মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ভারতের প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক; নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। সেখানে মৃণাল সেন হয়ে পর্দায় আসছেন চঞ্চল।
‘তু জিন্দা হায়’ শিরোনামের গানটি মুক্তি পাবে শনিবার। এই তথ্য ফেইসবুকে জানিয়েছেন চঞ্চল চৌধুরী।
এর আগে গত ১৪ মে প্রকাশ পায় ‘পদাতিক’ সিনেমার টিজার। ১ মিনিটি ৩৭ সেকেন্ডের এই টিজারে ভিন্নভাবে দেখা মিলেছে নাম ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর।
মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত তৈরি করেছেন ‘পদাতিক’।
মুক্তির আগে দেশে-বিদেশে চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলে দিয়েছে 'পদাতিক'। কিছুদিন আগে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেসটিভালে ‘স্ত্রিন প্লে’ শাখায় শিরোপা জিতে নিয়েছে এই সিনেমা। এর আগে ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয় ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।
গত বছরের শেষ নাগাদ খবর আসে, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন পশ্চিমবঙ্গে নির্মাতা সৃজিত মুখার্জি, সিনেমার নাম 'পদাতিক'। মৃণাল চরিত্রে তিনি বেছে নেন চঞ্চলকে, কারণ সৃজিত মনে করেছিলেন, দুজনের মুখের দারুণ ‘মিল’ আছে।
গত বছর ১৫ জানুয়ারি শুরু হয় ‘পদাতিক’ এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে।
সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও মনামী ঘোষ, জিতু কমলসহ আরো অনেকে অভিনয় করেছেন।
আরো পড়ুন:
'পদাতিক' সেরা 'স্ক্রিন প্লে' জিতল নিউ ইয়র্কে
চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল
মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী