চয়নিকা চৌধুরীর পরিচালনায় ঈদে দেখা আসছে নাটক ‘কোনো একদিন’।
Published : 09 Mar 2025, 08:59 PM
আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ জুটি হয়ে আসছেন ঈদের নাটকে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ঈদে দেখা যাবে নাটক ‘কোনো একদিন’।
২০২২ সালের পর এই প্রথম কোনো নাটকে এক সঙ্গে কাজ করেছেন এই দুই অভিনয় শিল্পী।
নাটকটির শুটিং হয়েছে ফেব্রুয়ারিতে। ডাবিং, এডিটিং শেষ করে নাটকটি ঈদের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা।
তিনি গ্লিটজকে বলেন, "প্রায় এক বছর ধরেই আফজাল ভাই ও মৌকে নিয়ে নাটক বানানোর ইচ্ছে ছিল। রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন ভাই বলেছিলেন উনি একটি কাজ করতে চান যেটায় এই দুইজন শিল্পী থাকবেন। তারপর পাঁচ মাস ধরে গল্পটি লিখে শেষ করেন ফারিয়া হোসেন। আফজাল ভাই ও মৌ রাজি হয়ে গেল আমরা ফেব্রুয়ারিতে শুটিং শেষ করি।"
চয়নিকা বলেছেন, ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে আফজাল ও মৌকে।
নাটকের গল্পে দেখা যাবে আফজাল হোসেনের চরিত্রটির ক্যানসার ধরা পড়ে। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে চাকরির পরীক্ষা দিতে হাজির হয় এক যুবক। তার বোনম্যারোর সঙ্গে মিলে যায়। এরপর নানা ঘটনা ঘটতে থাকে। এভাবেই এগিয়ে যাবে নাটকটি।
এই দুই অভিনয়শিল্পীর 'পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতা'র কথা জানিয়ে পরিচালক বলেন, “দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। সময়ের আগে শুটিং শেষ হয়েছে এবং তাদেরকে ডিরেকশন দেওয়ার প্রয়োজন হয় না, এতরসুন্দর করে কাজ করেন মুগ্ধ হয়ে যাওয়ার মত।"
নাটকে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খানসহ অনেকে।
সৌম্য জ্যোতির প্রশংসা করে এই নির্মাতা বলেন, "সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। তার আচার আচরণ এত সুন্দর, প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। তার অভিনয় দেখে দর্শকের চোখে পানি চলে আসবে।"
রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।