Published : 31 Jul 2024, 09:10 AM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং ইন্টারনেট বন্ধের ধাক্কা লেগেছে ঢাকা-কলকাতার অভিনয় শিল্পীদের নিয়ে বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহার বানানো ‘কলকাতা ডায়েরিজ’ ওয়েব ফিল্মে।
রাহা গ্লিটজকে বলছেন, ‘কলকাতা ডায়েরিজ’ নির্মাণের খবরে যেমন শোরগোল উঠেছিল, মুক্তির পর তেমন সাড়া মিলছে না।
সময়, বন্ধুত্ব ও ভালোবাসার গল্পের এই ওয়েব ফিল্ম মুক্তি দেওয়া হয় গত ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। ওইদিনই শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংসতা ব্যাপক মাত্রা পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জারি করা হয় কারফিউ।
‘কলকাতা ডায়েরিজ’ এর জন্য রাহা কলকাতা থেকে নির্বাচন করেন পশ্চিমবঙ্গের শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিককে। আর নায়ক হিসেবে শিফাত আমিনকে নেন বাংলাদেশ থেকে। সময় নিয়ে কলকাতার নিউটাউন, রাজারহাট অঞ্চলে শুটিং সারেন।
রাহা গ্লিটজকে বলেন, "দেশের পরিস্থিতি যে এত খারাপ হবে এটা আমাদের ধারণা ছিল না। ভেবেছিলাম কিছু বিধিনিষেধ থাকবে, কিন্তু ইন্টারনেট যে এভাবে বন্ধ করে দেবে সেটা আমরা ধারণা করতে পারিনি। দর্শকদের প্রতি প্রতিশ্রুতি থেকেই ১৮ তারিখ ফিল্মটি মুক্তি দেওয়া। যেহেতু ভারতীয় শিল্পীরাও আছেন, সেই জায়গা থেকে আমাদের একটা টার্গেট ছিল ভারতীয় দর্শক। মুক্তির পর যে সাড়া পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি।
“যেহেতু ওই সময়ে ইন্টারনেট বন্ধ ছিল, আমাদের হাতে কিছু ছিল না। তাছাড়া দেশ যে সংকটপূর্ণ সময় পার করেছে, তাতে মানুষের কাছে বিনোদন বলে কিছু নেই।”
ইন্টারনেট সেবা ফেরার পর দর্শকরা সিনেমাটি দেখলেও তা প্রত্যাশিত মাত্রায় নয় বলে জানান এই তরুণ পরিচালক।
সিরিজের গল্প নিয়ে নির্মাতা বলেন, "সময়, বন্ধুত্ব ও ভালবাসার সুন্দর একটি গল্প এই ফিল্মে আছে। জীবনের নানা জটিলতা পেরিয়ে তিনজন মানুষের একটা কেমিস্ট্রি বা কম্বিনেশন রয়েছে। অনামিকা সাহা একজন সফল উদ্যোক্তা। আর এই চরিত্র শ্রীলেখা মিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শর্মি চরিত্রটি করেছেন দর্শনা বণিক। এই চরিত্রটিও খুব বাস্তব, যেটা প্রতিনিয়ত মানুষ দেখতে পায় তার চারপাশে। সিফাত আমিন নতুন হলেও সে খবুই সম্ভাবনাময় একজন অভিনেতা। এই তিনজনের যে সম্পর্ক, তা দর্শকের খুব পছন্দ হবে।"
‘কলকাতা ডায়েরিজ’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। তার কলমে উঠে এসেছে বিবাহবিচ্ছিন্ন অনামিকার গল্প, যিনি স্বাবলম্বী এক নারী। তার সহকমী শর্মী। শর্মীর মাধ্যমেই অনামিকার আলাপ বাংলাদেশের স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকের সঙ্গে। এই তরুণ কলকাতায় শো করতে এলে তার কাছে অনামিকাকে নিয়ে যায় শর্মী। অনামিকা কি তাহলে নতুন সম্পর্কে জড়াবে? সেই গল্পই বলছে ‘কলকাতা ডায়েরিজ’।
‘বিগ আর এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে এ সিনেমার প্রযোজনায় আছেন কাজী জাফরিন মুন। সংগীত পরিচালনা করেছেন এহসান রাহী।