‘সিকান্দার’ মুক্তির পর বলিউডে সানি দেওলই একমাত্র অভিনেতা যিনি সিনেমাটির প্রশংসা করেন।
Published : 08 Apr 2025, 10:08 PM
মৃত্যু হুমকি, হত্যাচেষ্টা এবং নিরাপত্তার ঘেরাটোপে শুটিং-বলিউডি অভিনেতা সালমান খান এই তিন ঘটনাকে সঙ্গে করে তার ঈদের সিনেমা ‘সিকান্দার’ নিয়ে আসেন দর্শকদের জন্য। মুক্তির পর সেটি আশানুরূপ ব্যবসা করতে না পারায়, সালমান কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন তার সহকর্মীদের আচরণে।
নিউজ ১৮ লিখেছে, এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ এসেছে।
সেখানে সালমানের কাছে প্রশ্ন ছিল অন্যান্যদের সিনেমা মুক্তির আগে সালমান যেভাবে উৎসাহ দেন, এবারে তার পাশে সেভাবে কাউকে দেখা যায়নি কেন?
সালমান বলেন, “সবাই হয়ত ভাবে, আমার সিনেমার জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবারই উৎসাহের দরকার পড়ে।”
এ কথা বলার সময় সালমানকে ‘বিধ্বস্ত ও ক্লান্ত’ দেখাচ্ছিল।
কেউ কেউ মনে করছেন প্রচার ঘাটতির কারণে ‘সিকান্দার’ ব্যবসায়িভাবে পিছিয়ে পড়েছে।
নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সিনেমা নিয়ে সালমান বেশি প্রচারও করতে পারেননি। কারো কারো ভাষ্য, বলিউডের তারকারা প্রচার কাজে সালমানের পাশে এসে দাঁড়ালে ভালো ফল আসত।
‘সিকান্দার’ মুক্তির পর বলিউডে সানি দেওলই একমাত্র অভিনেতা যিনি সিনেমাটির প্রশংসা করেন।
৩০ মার্চ মুক্তি পায় ‘সিকান্দার’; যেখানে নায়িকা হয়েছেন সালমানের চেয়ে ৩১ বছরের ছোট রাশমিকা মানদানা। পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
শুটিংয়ের সময়ে ভাইজান যে কেবল যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুনের হুমকির মধ্যেই ছিলেন তা নয়, শুটিংয়ের সময় পাঁজরে চোটও পেয়েছিলেন তিনি। এসব প্রতিবন্ধকতাকে সঙ্গী করে ঈদে ‘সিকান্দার’ মুক্তি দিতে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বিরতিহীন শুটিং করেছেন সালমান।
গত বছর ঈদে সালমানের কোনো সিনেমা আসেনি। তাই এ বছর ঈদে তার সিনেমা নিয়ে আগ্রহ ছিল দর্শকদের মধ্যে।
কিন্তু এবার মুক্তির পর বেশিরভাগ দিনই প্রেক্ষাগৃহ ভরেনি। প্রথম তিনদিনে ‘সিকান্দার’ ঘরে তুলেছে ৮৫ কোটি রূপি। আর ১০০ কোটি ঘুরে তুলতে সময় লাগে সাতদিন।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অনলাইনে ‘সিকান্দার’ ফাঁস হয়ে যওয়ার ঘটনা বক্স অফিসে পড়েছে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
এছাড়া সালমানের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াতেও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।
'সিকান্দার' হয়ে সালমান: খুনের হুমকি, পাঁজরে চোট, তবুও দমে যাননি
সালমানের 'সিকান্দারে' কাটছাঁট, বাদ গেল যা যা
জীবন-মৃত্যু আল্লাহর হাতে, বিষ্ণোইয়ের হুমকি নিয়ে বললেন সালমান