সকালে ভারতলক্ষ্মী স্টুডিওতে পৌঁছে 'কালার্স বাংলার’ এক ধারাবাহিকের শুটিং করেন অভিনেতা কাঞ্চন মল্লিক।
Published : 31 Jul 2024, 05:30 PM
এক সপ্তাহের ‘অচলবাস্থার’ পর পুরনো ছন্দে ফিরেছে পশ্চিমবঙ্গের স্টুডিও পাড়া। টেকনিশিয়ান, অভিনেতা- অভিনেত্রীদের নিয়ে ফের টালিপাড়া জুড়ে শোনা যাচ্ছে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আওয়াজ। শুরু হয়েছে সিনেমা, টেলিভিশনের সিরিয়াল এবং ওটিটি সিরিজের শুটিং।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বুধবার সকাল থেকে টালিগঞ্জে শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।
সকালে ভারতলক্ষ্মী স্টুডিওতে পৌঁছে 'কালার্স বাংলার’ এক ধারাবাহিকের শুটিং করেন অভিনেতা কাঞ্চন মল্লিক। শুরু হয় ‘ফুলকি’র শুটিংও। এছাড়া কয়েকটি ফ্লোরে সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালকরা।
কোনো কোনো ফ্লোরে শুটিংয়ের আগে একে অপরকে মিষ্টি খাইয়ে নতুন করে কাজ শুরু উদযাপন করেছেন অভিনয় শিল্পী ও কলাকুশলীরা।
ঢাকার মাটিতে ভারতীয় পরিচালক রাহুল মুখার্জির ‘লহু’ সিনেমান শুটিং করাকে কেন্দ্র করে টালিগঞ্জের পরিচালক ও টেকনিশিয়ানদের যে দ্বন্দ্ব তীব্র রূপ পেয়েছিল, তা নিরসন হয় মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে।
মমতা জানিয়েছেন, এখন থেকে চাইলেই কাউকে নিষিদ্ধ করার এখতিয়ার কোনো সংগঠনের থাকছে না।
মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দীপক অধিকারী দেব জানিয়েছেন, আগামী চার মাসের মধ্যে বিশেষ একটি কমিটি গঠন করা হবে, যেখানে ফেডারেশনসহ সব গিল্ডের বর্তমান নিয়মনীতি সংস্কার করা হবে।
পরিচালক রাহুলকে নিয়ে ডিরেক্টরস গিল্ড এবং টেকনিশিয়ান ফেডারেশনের বিভক্তির কারণে গত সপ্তাহ থেকে স্টুডিওপাড়া অচল হতে শুরু করে।
এরপর রাহুলের সঙ্গে কাজ করতে টেকনিশিয়ানরা সরাসরি অস্বীকৃতি জানালে পরিচালকদের সঙ্গে তাদের রেষারেষি চরমে পৌঁছায়।
ওই অবস্থায় সোম ও মঙ্গলবার পরিচালকরা কর্মবিরতির ডাক দিলে তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে ফেডারেশনের বিরুদ্ধে জোট বাঁধে ছোট পর্দার প্রযোজকদের সংগঠন ডব্লিউএটিপি ও আর্টিস্ট ফোরাম।
ফলে তালা পড়ে যায় টালিগঞ্জের এনটি ওয়ান, টেকনিশিয়ান ও ইন্দ্রপুরী স্টুডিওতে। নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের কাজের ভিড়ভাট্টাও উধাও হয়ে যায় স্টুডিওপাড়া থেকে।
সমস্যার সমাধানে পৌঁছাতে পরিচালকরা নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করেন। তারা ফেডারেশনকে আলোচনায় বসার আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি। বরং রাহুলকে ‘বয়কট’ করার সিদ্ধান্তে নিজেদের আটল অবস্থানের কথা জানিয়ে দেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।
কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার পরিচালক এবং ফেডারেশন কর্তৃপক্ষ প্রথমে আলাদা আলাদা বৈঠকে বসেন।
তারপর রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ, দেব এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠক শেষে সংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়ে দেন, বুধবার থেকে শুটিং শুরু হবে।
গৌতম ঘোষ বলেন, “আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সমস্যা শুনেছেন। সমাধানের পথও বলে দিয়েছেন। বুধবার থেকে শুটিং হবে বলে আশা করছি।”
সাংসদ অভিনেতা দেব বলেন, “মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। জরিমানা হতে পারে। কিন্তু কারও অন্নসংস্থান ছিনিয়ে নেওয়া যাবে না।”
বিশেষ কমিটি গঠন ও নীতি সংস্কার নিয়ে প্রসেনজিৎ বলেন, “পরিচালকদের আগের দাবি মেনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এবং ফেডারেশনের আগের নিয়মকানুন থাকছে না। ফেডারেশনসহ সব গিল্ডের নিয়মনীতি নতুন করে পর্যালোচনা এবং সংস্কার করা করবে ওই বিশেষ কমিটি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, নভেম্বর মাসের মধ্যে এ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে হবে। নতুন আইনে সিনেমার বাজেট, রাজ্যের বাইরে থেকে আসা শুটিং ইউনিটের কাছে বেশি টাকা দাবি না করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করা হবে।
“আমরা বা ওরা নয়, সবটাই আমরা। আমরা সবাই মিলে বাংলা ইন্ডাস্ট্রির কিসে ভাল হয়, তার জন্যই চেষ্টা চালিয়ে যাব।”
এই অভিনেতারা জানিয়েছেন, বিশেষ কমিটিতে থাকবেন পরিচালক গৌতম ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব।
এছাড়া রাহুলই যে পূজার সিনেমার পরিচালক থাকবেন, সে বিষয়েও মুখ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রসেনজিৎ। এসভিএফের প্রযোজনায় প্রসেনজিৎ ও অনির্বাণ ভট্টাচার্যকে থ্রিলারধর্মী ওই সিনেমার শুটিং শুরু হবে আর সাত দিন পর।
এদিকে আর্টিস্ট ফোরামও মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে পরিচালকদের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এই সংগঠনের কথা হল, শিল্পীদের যেন অবজ্ঞা না করা হয়। সেইসঙ্গে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠন হতে চলা বিশেষ কমিটিতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে।
এরপর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন। আমরা কিছু নির্দেশ পেয়েছি। আগামী দিনে আমরা সেই মত কাজ এগিয়ে নিয়ে যাব।’’
কিন্তু রাহুলকে তারা পরিচালক হিসেবে মেনে নিচ্ছেন কী না, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট করেনি ফেডারেশন।
স্বরূপ বলেন, “বুধবার আমাদের সদস্যদের বৈঠকে এই প্রসঙ্গে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’
পুরনো খবর-
মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপে সচল হচ্ছে টালিগঞ্জ