মাজা মা’তে নাচের ঝড়ের আড়ালে মাধুরীর সংগ্রাম

মাজা মাতে ছেলের বিয়ের প্রস্তুতিতে মেতে ওঠা মাধুরীকে হোঁচট খেতে হয় তার অতীতের কোনো এক লুকনো ঘটনায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2022, 01:36 PM
Updated : 23 Sept 2022, 01:36 PM

বলিউড সিনেমার অসংখ্য গান জীবন্ত হয়েছে মাধুরী দীক্ষিতের নাচে। আবার সেই নাচের ঝড় তুলতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ‘মাজা মা’ সিনেমার ট্রেইলার।

নেটফ্লিক্সে ‘দ্য ফেম গেম’ সিরিজ দিয়ে ওটিটিতে পা রাখা মাধুরীর ওটিটিতে দ্বিতীয় কাজ এটি।

ট্রেইলারের শুরুটা হয় মাধুরীর পুত্রের বয়ান দিয়ে। তার কথাতেই ফুটে ওঠে গুজরাতি পুরো পরিবারের গল্প।

সিনেমার কাহিনী এ ট্রেইলার যতটুকু তুলে এনেছে, তাতে বোঝা যাচ্ছে, এক মধ্যবিত্ত পরিবারের দুই সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছের মাধুরী। তার নাম পল্লবী প্যাটেল।

তাকে ছাড়া সংসার এক কথায় অচল, আবার তিনি নাচ খুব ভালোবাসেন। পরিচিত অনেককে নাচ শেখানোর চেষ্টাও করেন।

একজন সাধারণ গৃহবধূর এই নাচের শখই কাল হয়ে দাঁড়াবে? সিনেমার টিজার ও ট্রেইলারে দেখানো হয়েছে ছেলের বিয়ের প্রস্তুতিতে মেতে ওঠা মাধুরীকে হোঁচট খেতে হয় তার অতীতের কোনো একটি লুকনো ঘটনায়, যা মোড় ঘুরিয়ে দেয় পারিবারিক সহজ সরল গল্পের সিনেমাটির।

সিনেমায় মাধুরীর ছেলের চরিত্রে দেখা যাবে হৃত্বিক ভৌমিককে, যে প্রেমে পড়ে শিল্পপতির এক মেয়ের। দুই পরিবারের আর্থিক অসামঞ্জস্য মেনে অনেক ঘটনার পর হৃত্বিকের প্রেমিকার পরিবার বিয়েতে রাজিও হয়।

কিন্তু সেই বিয়ে ভেস্তে যেতে বসে তার মায়ের নাচের একটি ভিডিওর জন্য। সেই সঙ্গে পল্লবীকে নিয়ে একটি পুরনো গুজবও ডালপালা মেলে। 

 একটি বিবৃতিতে মাধুনী বলেছেন, “ভারতীয় অ্যামাজন অরিজিনাল মুভির অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত । সবচেয়ে আনন্দিত আমার চরিত্রটি নিয়ে। এর আগে সাধারণ গল্পের আড়ালে এত জটিল সুক্ষ্ণ চরিত্রে অভিনয় করিনি আমি। একজন মা হিসাবে, স্ত্রী হিসাবে এবং সমাজের একজন সদস্য হিসাবে পল্লবী প্যাটেল বেশ সারল্য এবং গৌরবের সাথেই নিজের দায়িত্ব পালন করেন। তবুও তার শক্তি, প্রত্যয় এবং অবস্থান উপেক্ষা করা হয় খুব সহজে।“

ট্রেইলার প্রকাশের পর মাধুরীর ভক্ত অনুরাগীদের প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়া।

এক ভক্তের ভাষ্য, “আমি বোঝাতে পারব না অনস্ক্রিনে এইরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে তাকে কতটা অসাধারণ দেখাচ্ছে ”

আরেক ভক্ত লিখেছেন, “দেখার মত একটি সিনেমা!!! আবার বড় পর্দায় মাধুরীকে দেখে সত্যিই উচ্ছ্বসিত আমি।”

সিনেমায় মাধুরীর স্বামীর ভূমিকায় আছেন গজরাজ রাও। এছাড়া বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রাজিত কাপুরসহ আরও অনেক চেনা মুখ দেখা যাবে মাজা মাতে।

অ্যামাজন প্রাইমে আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারী, প্রযোজক অমৃতপাল সিং।