ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবর আসে হুট করেই। সোশাল মিডিয়ায় প্রথমে প্রকাশ হয় মৌসুমীর হায়েহলুদের ছবি। সেই ছবির সঙ্গে জানা যায় বিয়ের তারিখ ও পাত্রের নামধাম। এবার ফেইসবুকে বিয়ের ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় লেখক ও নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছেন তিনি। সেসব ছবির কয়েকটি পাঠকদের জন্য তুলে এনেছে গ্লিটজ।
Published : 13 Jan 2024, 11:02 AM