পাত্র আবু সাইয়িদ রানা লেখালেখি ও নাটক পরিচালনার সঙ্গে জড়িত।
Published : 12 Jan 2024, 11:25 AM
বছরখানেক আগে ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ বলেছিলেন, তিনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন ঠিকই কিন্তু ব্যাপারটা আটকে যাচ্ছে 'উচ্চতায়'। অর্থাৎ বিয়ের জন্য নিজের সমান উচ্চতার ছেলের খোঁজ পাচ্ছেন না তিনি। এবার পাত্রের সঙ্গে পাত্রীর উচ্চতা মিলেছে কীনা জানা না গেলেও, খবর এসেছে বিয়ে করছেন মৌসুমী।
ফেইসবুকে গায়েহলুদের ছবি পোস্ট করে মৌসুমী জানিয়েছেন, শুক্রবার তার বিয়ে।
পাত্র আবু সাইয়িদ রানা লেখালেখি ও নাটক পরিচালনার সঙ্গে জড়িত। রানার লেখা গল্পে অভিনয়ও করেছেন মৌসুমী হামিদ।
বৃহস্পতিবার বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মৌসুমীর বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবু বরও। আরও ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।
৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। তবে মেঘে মেঘে বেলা গড়িয়ে মৌসুমী অনেক পরিণত। অভিজ্ঞতার ঝুলিতে জমা হয়েছে একাধিক চলচ্চিত্র।
তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।