Published : 27 Oct 2024, 10:18 AM
সোশাল মিডিয়ায় দুই তরুণ-তরুণীর পরিচিত হওয়া, একে অপরকে হারিয়ে ফেলা এবং ফেইসবুকের বাইরে ফের দুজনের দেখা হওয়ার গল্প নিয়ে আসছে নাটক ‘যুগল’।
নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান; এতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন ফররুখ আহমেদ রেহান ও নাজনীন নিহা।
মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, ৩০ অক্টোবর রাত সাড়ে ১০টায় ‘যুগল’ প্রথমে সম্প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। তারপর দেখা যাবে টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে।
যুগলের গল্পে দেখা যাবে, আহনাফ অনেকদিন ধরে ফেইসবুকে তন্নী নামের এক তরুণীকে অনুসরণ করেন। মেয়েটির পোস্ট, ভিডিও তার ভালো লাগে। কিন্তু সেখানো কখনো কোনো মন্তব্য তিনি করেন না। হঠাৎ করে তন্নী ফেইসবুক থেকে গায়েব হয়ে যায়।
কিন্তু ঘটনাক্রমে তন্নীর সঙ্গে আহনাফের দেখা হয়। তৈরি হয় বন্ধুত্ব। দুই তরুণ-তরুণীর বন্ধুত্বের গল্পে এগিয়ে যায় যুগলের কাহিনী।
২০১৯ সালে কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন রেহান। চলতি বছরে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আরারাত’তে অভিনয় করেছেন তিনি। 'যুগল' রেহানের প্রথম নাটক।
প্রথম নাটক নিয়ে রেহান বলেন, "আরিয়ান ভাই খুব শান্ত ও মেধাবী একজন পরিচালক। আমাকে তিনি যেভাবে গাইড করে নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নীহাও আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। আমার প্রথম নাটক হিসেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব প্রত্যাশা এ নাটক ঘিরে।"