Published : 18 Jan 2025, 06:48 PM
মুম্বাইয়ে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং সেটে ছাদ ধসে আহত হয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা অর্জুন কাপুর।
দুর্ঘটনাটি ঘটেছে রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে; যেখানে সিনেমাটির একটি গানের দৃশ্যের শুটিং চলছিল।
বলিউড হাঙ্গামা লিখেছে, পরিচালক মুদাসসির আজিজের ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং চলাকালে ছাদের একটি অংশ ধসে পড়ে। তাতে আহত হন অর্জুন কাপুর।
সেসময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর ও প্রযোজক জ্যাকি ভাগনানি। তবে অভিনেতা-অভিনেত্রী বা কলাকুশলী কারোরই প্রাণঘাতী কোনো আঘাত লাগেনি।
দুর্ঘটনার কারণ তুলে ধরতে গিয়ে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে বলেছেন, যে বাড়িটিতে শুটিং হচ্ছিল, সেটি বেশ পুরনো। গানের সাউন্ড সিস্টেম থেকে সৃষ্টি হওয়া কম্পনের কারণে ছাদের একটি অংশ ধসে পড়ে।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, "আমরা মনিটরে কাজ পর্যবেক্ষণ করছিলাম, তখন হঠাৎ করেই ছাদ ধসে পড়ে।
“ভাগ্য ভালো ছাদটি একসঙ্গে না ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। যদি পুরো ছাদটি ভেঙে পড়ত, তবে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত।"
গাঙ্গুলি জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের একটি আঙুল ভেঙে গিয়েছে। সহ-চিত্রগ্রাহক মেরুদণ্ডে চোট পেয়েছেন। গাঙ্গুলি নিজেই কনুই ও মাথায় আঘাত পেয়েছেন। পরিচালক আজিজও আঘাত পেয়েছেন।
এই ঘটনায় বলিউডের শুটিং সেটের নিরাপত্তা ঘাটতি নিয়েও বলেছেন গাঙ্গুলি।
তিনি বলেন, “অনেক পুরনো লোকেশন শুটিংয়ের জন্য ব্যবহৃত হয় এবং প্রোডাকশন হাউজগুলোও সেগুলোকে নিরাপত্তা বলেই দাবি করে। তবে বাস্তবে- এসব লোকেশনের সুরক্ষা সঠিকভাবে যাচাই করা হয় না।”
ঘটনাটি জানিয়ে অশোক দুবে সুরক্ষা নিশ্চিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও বিএমসিকে চিঠি দিয়েছেন।
অর্জুন ও ভূমি ছাড়াও ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। সিনেমাটি ২১ ফেব্রুয়ারি মুক্তির কথা রয়েছে।
পরিচালক আজিজ আশা করছেন, দুর্ঘটনার ঘটলেও নির্ধারিত সময়েই সিনেমাটির শুটিং শেষ করতে পারবেন তিনি। আর নির্ধারিত দিনেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।