Published : 03 May 2025, 08:26 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্যাতনের অভিযোগে তিন ছেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন ৭৮ বছর বয়সি বৃদ্ধ।
ভুক্তভোগী কাজী মো. দুলুম উদ্দিন নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকার বাসিন্দা। তার অভিযোগ, তার তিন ছেলে কাজী মো. রমিজ উদ্দিন (৪৬), নজরুল ইসলাম (৪৪) ও কাজী মো. রবিউল ইসলাম (৩৭) গত ১৫ মার্চ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।
এ বিষয়ে বৃহস্পতিবার তিনি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে এএসআই জাহাঙ্গীর হোসেন জানান।
মোবাইল ফোনে দুলুম উদ্দিন বলেন, তার পাঁচ ছেলে ও এক কন্যা সন্তান রেখে স্ত্রী মারা গেছেন। এক সময়ের ঠিকাদার দুলুম উদ্দিনকে এখন দেখাশোনা করেন তার দুই ছেলে ও কন্যা। অন্য তিন ছেলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রায়ই তাকে গালিগালিজ করেন এবং হুমকি-ধমকি দেন বলে অভিযোগ তার।
“আমার তিন ছেলে আমার কোনো ভরণপোষণ দেয় না। আমি ভরণপোষণ চাইতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি হজে যাওয়ার জন্য আমি আমার ছেলে রবিউল ইসলামের কাছে ৯ লাখ টাকা জমা রেখেছিলাম। কিন্তু সে আমাকে হজে পাঠায়নি এবং তার কাছ থেকে এই টাকা চাইলে সে ১৫ মার্চ আমাকে মারধর করে”, জিডিতে উল্লেখ করেছেন দুলুম উদ্দিন।
এ জিডির বিষয়ে তদন্ত করছেন ফতুল্লা মডেল থানার এএসআই জাহাঙ্গীর হোসেন। যোগাযোগ করা হলে তিনি বলেন, “বাবার অভিযোগ, তিন ছেলে তাকে কোনো ভরণপোষণ না দিয়ে তাকে নির্যাতন করেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।”
এর আগে তিন ছেলের পক্ষ থেকেও একটি লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।