শিশুদের জন্য ছবির গল্পের বই ‘এড ফাইন্ডস আ হোম’ নামের একটি বই লিখেছেন মহেশ ভাট কন্যা।
Published : 19 Jun 2024, 09:09 PM
অভিনয়, প্রযোজনা এবং পোশাকের ব্যবসার পর এবার নতুন পরিচয়ে সামনে আসলেন হিন্দি সিনেমার নায়িকা আলিয়া ভাট।
সম্প্রতি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আলিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শিশুদের জন্য ছবির গল্পের বই ‘এড ফাইন্ডস আ হোম’ নামের একটি বই লিখেছেন মহেশ ভাট কন্যা।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে শিশুদের সাহিত্য উৎসব স্টোরি ভার্সে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
আলিয়া বলেছেন, ‘এড ফাইন্ডস আ হোম’ বইটি তার শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। এবং এই বই নিয়ে তার সিরিজ করার পরিকল্পনা আছে।
বাইটির ছবি এঁকেছেন চিত্রশিল্পী তানভি ভাট।
নিজের নতুন পরিচয়ের খবর আলিয়া নিজেই দিয়েছেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, “নতুন অ্যাডভেঞ্চার শুরু হল।”
আলিয়া লিখেছেন, “আমার শৈশব পূর্ণ ছিল অনেক গল্প আর গল্পকার দিয়ে। আমার ভেতর থেকে একদিন সেই শিশুকে বের করে আনার ও শিশুদের জন্য বই প্রকাশ করার স্বপ্ন ছিল।
“আমি আমার সহকর্মী গল্পকার, বিবেক কামাথ, শবনম মিনওয়ালা এবং তনভি ভাটের কাছে কৃতজ্ঞ, যারা তাদের দুর্দান্ত ভাবনা, কল্পনা দিয়ে আমাদের প্রথম বইটিকে প্রাণবন্ত করতে সহায়তা করেছেন। বইটি অনলাইনে এবং যে কোনো বড় বইয়ের দোকানে আপনিও পেয়ে যেতে পারেন।”
আলিয়াকে আগামীতে ‘জিগরা’, সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' এবং 'ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স' সিনেমায় দেখা যাবে।