সাহিত্যিক শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে ‘কুরকাবের’ চিত্রনাট্য লেখা হয়েছে।
Published : 10 Apr 2025, 09:25 PM
প্রেক্ষাগৃহে চলছে অভিনেতা মোশাররফ করিমের ঈদের সিনেমা ‘চক্কর ৩০২’, এর মধ্যেই তার নতুন আরেকটি সিনেমার খবর এসেছে।
নূর ইমরান মিঠু পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘কুরকাব’; সিনেমাটির অল্প কিছু অংশের দৃশ্যধারণের কাজ বাকি আছে বলে জানিয়েছেন পরিচালক।
মিঠু গ্লিটজকে বলেন, "শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। আমাদের সিনেমার শুটিং শুরু হয়েছে গত বছর থেকে। একদিনের শুটিং বাকি।"
অনেকটা ‘গোপনেই’ সিনেমার কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মিঠু।
“সিনেমার গল্প এবং বিস্তারিত আরও পরে শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের সময় জানানো হবে।"
‘কুরকাব’ সিনেমায় মোশাররফের সঙ্গে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বি। এছাড়া বেশিরভাগ চরিত্রে নতুন শিল্পীদের নিয়েছেন পরিচালক।
মিঠুর কথায় চলতি বছরের যে কোনো সময়ে ‘কুরকাব’ মুক্তি পাবে।
‘কুরকাব’ পরিচালক নূর ইমরানের তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি বানিয়েছিলেন ‘কমলা রকেট’ ও ‘পাতালঘর’।