শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে ‘দেব ডি’ সিনেমাটি কাশ্যপ বানিয়েছিলেন দেড় দশক আগে।
Published : 28 Sep 2024, 10:44 AM
বলিউডি পরিচালক অনুরাগ কাশ্যপ তার ‘দেব ডি’ সিনেমার জন্য ‘বিতর্কিত’ হয়েছিলেন, সঙ্গে সামলোচকদেরও প্রশংসা কুড়িয়েছিলেন।
কিন্তু সিনেমার চিত্রনাট্যের জন্য একজন অভিনেত্রীর প্রেমিক এসে তাকে চড় পর্যন্ত মেরেছিলেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে ‘দেব ডি’ সিনেমাটি কাশ্যপ বানিয়েছিলেন দেড় দশক আগে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে কাশ্যপ বলেছেন, ওই সিনেমায় উপন্যাস অনুযায়ী দুই নারী ছিলেন প্রধান চরিত্র।
“আমি চিত্রনাট্যে ভাষা নিয়েও আমি তেমন কোনো রাখঢাক রাখিনি। তাই অনেক নারী সেই সময়ে চিত্রনাট্য পড়ে অডিশন দিতে রাজি হননি। এমনকি একজন অভিনেত্রীর প্রেমিক এসে আমাকে চড় মেরে বসেন।”
ঘটনাটি কী ঘটেছিল জানতে চাইলে পরিচালক বলেন, “ওই অভিনেত্রীর প্রেমিক আমাকে এসে মারধর চিৎকার করে বলে ওঠেন, ‘আমার প্রেমিকাকে এমন একটা স্ক্রিপট পাঠালেন কী মনে করে? আপনার এত বড় সাহস হয় কী করে!”
সেই প্রেমিককে শান্ত করতে ক্ষমা চাইতে হয়েছিল বলে জানান তিনি।
তবে কেবল অভিনেত্রীর প্রেমিক নয়, প্রযোজকও ওই চিত্রনাট্য পড়ে রেগে গিয়েছিলেন।
কাশ্যপ বলেন, “প্রযোজকের খুবই অশ্লীল লেগেছিল। চিত্রনাট্য ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু প্রযোজকের স্ত্রীর জন্য আমি সিনেমাটা শেষ পর্যন্ত বানাতে পেরেছিলাম, কারণ তিনি (প্রযোজকের স্ত্রী) চিত্রনাট্য পছন্দ করেছিলেন।”