আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে।
Published : 22 Nov 2024, 10:20 AM
বলিউডের নায়ক শাহরুখ খানকে এর আগে তার বড় ছেলে আরিয়ান খানের ব্যবসার বিজ্ঞাপনে দেখা গেছে বেশ কয়েকবার। এবার সোশাল মিডিয়ায় ছেলের কাজের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আরিয়ানকে তুলে ধরলেন শাহরুখ।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা আরিয়ানের সিরিজ তৈরি হয়েছে তার বাবা ও মা গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায়।
আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা যাবে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে।
শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে সিরিজে।
এক্সে শাহরুখের ঘোষণা ছাড়াও সিরিজটি আসার খবর জানিয়ে আলাদা বিবৃতি দিয়েছে নেটফ্লিক্স ও গৌরী খান।
It’s a special day when a new story is being presented for the audience. Today is even more special as @RedChilliesEnt and Aryan Khan embark on their journey to showcase their new series on @NetflixIndia . Here’s to untamed story telling….controlled chaos…gutsy scenes and lots… pic.twitter.com/8v0eBzRZ6S
— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2024
শাহরুখ লিখেছেন, ”আজ একটা বিশেষ দিন। কারণ নতুন একটি সিরিজের কথা দর্শকদের জানাতে পারছি। সেটি হল আরিয়ান খান ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট তাদের নতুন সিরিজের যাত্রা শুরু করতে চলেছে নেটফ্লিক্সের হাত ধরে।”
শাহরুখের বর্ণানায়, “এটা অশান্ত একটা গল্প। বিশৃঙ্খলা, সাহসী দৃশ্য, মজা ও আবেগ সবই আছে।”
আগে জানা গিয়েছিল, আরিয়ানের সিরিজের নাম ‘স্টারডম’; তবে শাহরুখ বা নেটফ্লিক্স এখন এই সিরিজের নাম জানাননি।
ছয় পর্বের এই সিরিজটি মুক্তি পাবে ২০২৫ সালে।চিত্রনাট্যকার বিলালের সঙ্গে যৌথভাবে সিরিজের গল্প লিখেছেন আরিয়ান।
এতে মুখ্য দুই ভূমিকায় কাজ করেছেন অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর।
ক্যামিও চরিত্রে ছেলের নির্দেশনায় ক্যামেরার সমানে দাঁড়িয়েছেন শাহরুখ। এছাড়া বাবার বন্ধু সালমান খানকেও এই সিরিজে এনেছেন আরিয়ান।
সেই সঙ্গে রাণবীর কাপুর, ববি দেওল এবং করণ জোহরকেও কিছু চরিত্র উপহার দিয়েছেন আরিয়ান।
পরিচালনার কাজ ছাড়াও ‘ডি’য়াভল’ব্র্যান্ড নামে পোশাকের ব্যবসা করেন আরিয়ান। ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন শাহরুখ। এছাড়া ২০২২ সালের শেষ দিকে ওই ব্র্যান্ড নামে ভদকা ব্যবসাও শুরু করেন আরিয়ান।
এবার শাহরুখপুত্রের হাত ধরলেন সালমান
আরিয়ানের শুটিংয়ে করণ-রণবীরের আট ঘণ্টা
শাহরুখপুত্র আরিয়ান 'ভদকা'র ব্যবসায়
১২০ কোটির প্রস্তাবেও 'না' আরিয়ানের