ছেলের প্রথম প্রজেক্টে ক্যামিও চরিত্রে ধরা দিতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু বাবার আলোয় আলোকিত হতে চাননি বলে তা নাকোচ করে দেন আরিয়ান।
Published : 09 Aug 2023, 07:06 PM
ওয়েব সিরিজের মধ্য দিয়ে পরিচালক হিসেবে সিনেপাড়ায় অভিষিক্ত হতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। জানা গেছে, বহু বলিউড তারকাকেই দেখা যাবে সিরিজে। এবার নতুন আরও দুটি চঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
জানা গেছে, সিরিজটি বানানোর আগেই বিভিন্ন ওটিটি মাধ্যম থেকে ১২০ কোটি রুপি পর্যন্ত অফার পেয়েছেন আরিয়ান। তারা এই অর্থের বিনিময়ে স্বত্ব কিনে নিতে চেয়েছে সিরিজটির।
তবে আরিয়ান এখনই কোনো চুক্তিতে যেতে চাননি। আগে সিরিজের কাজ মন দিয়ে শেষ করতে চান তিনি।
এই প্রসঙ্গে সূত্র বলছে, “আজকাল যখন প্রথম সিজন মুক্তির আগেই তারকারা পরবর্তী সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন, তখন এই ছেলেটির সততা দেখুন।”
তবে এই প্রসঙ্গে শাহরুখ বা আরিয়ানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র আরও জানান, ছেলের প্রথম প্রজেক্টে ক্যামিও চরিত্রে ধরা দিতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু বাবার আলোয় আলোকিত হতে চাননি বলে তা নাকচ করে দেন আরিয়ান।
“আরিয়ান অভিনয়ের বদলে পরিচালনা পেশা হিসেবে বেছে নিলেও, এই প্রজেক্টের অংশ হতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই স্টারকিড বা নেপোটিজম বিতর্কে জড়াতে চাননি আরিয়ান। তাই আমার মনে হয় না এখানে শাহরুখ থাকবেন।”
চলতি বছরের মে মাসে ‘ডি’য়াভল’ ব্র্যান্ড নামে পোশাকের ব্যবসা শুরু করেন আরিয়ান। ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন শাহরুখ।
গত বছরের শেষ দিকে একই ব্র্যান্ডের নামে ভদকার ব্যবসা শুরু করেন তিনি। তখনই ঘোষণা ছিল, তিনি এই ব্র্যান্ডের পোশাকও আনবেন।
এদিকে ছেলের ব্র্যান্ডের প্রচারে কোনো খামতি রাখছেন না শাহরুখ। খেলার মাঠ থেকে এয়ারপোর্ট, বাড়ি থেকে ফটোশুট-সবখানেই শাহরুখকে দেখা যাচ্ছে ‘ডি’য়াভল’এর পোশাকে।
ভদকার পর কাপড়ের ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান